For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বনাশা খেলায় জিততে পারবেন না ‘ফ্যাসিস্ট’ মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের

সন্ত্রাস করে বামেরা নিজেদের বিনাশ ডেকে এনেছিল। সেই একই পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল-বামফ্রন্ট সরকারকে এক সারিতে বসালেন মুকুল রায়।

Google Oneindia Bengali News

সন্ত্রাস করে বামেরা নিজেদের বিনাশ ডেকে এনেছিল। সেই একই পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসও। বামেরা তবু সর্বনাশা এই খেলায় মেতেছিল তিন দশকেরও বেশি ক্ষমতার অলিন্দে থেকে। আর তৃণমূল সরকার মাত্র সাত বছরেই সন্ত্রাসের আবহে ভোট লুঠ করতে চাইছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এইভাবেই বিগত বামফ্রন্ট সরকারের সঙ্গে এক সারিতে বসালেন বিজেপি নেতা মুকুল রায়।

সর্বনাশা খেলায় জিততে পারবেন না ‘ফ্যাসিস্ট’ মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আর বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন শুরু হতেই তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ মুকুল রায়ের। বিজেপি সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে তোপ দেগে তিনি বলেন, তৃণমূল একটা নীতি-আদর্শহীন দল। শুধু সন্ত্রাস করে জিততে চায় এরা। দিকে দিকে সেই নমুনা ফুটে উঠছে।

সর্বনাশা খেলায় জিততে পারবেন না ‘ফ্যাসিস্ট’ মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের

বীরভূম, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা- সর্বত্রই বিডিও অফিসে দুষ্কৃতীবাহিনী মোতায়েন করে রেখেছে তৃণমূল। বিরোধীরা মনোনয়ন পেশ করতে গেলেই তাঁরা মারধর করছে প্রার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীদের। তাঁদের দলের নেতাদের মেরে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিনব এক অভিযোগও করেন মুকুল রায়।

সর্বনাশা খেলায় জিততে পারবেন না ‘ফ্যাসিস্ট’ মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের

[আরও পড়ুন: মমতার মানবিক মুখে অভিভূত ফরওয়ার্ড নেত্রী দল ছাড়লেন, অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের][আরও পড়ুন: মমতার মানবিক মুখে অভিভূত ফরওয়ার্ড নেত্রী দল ছাড়লেন, অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে মুকুল রায়, মুখ্যমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন, আদপে তিনি ফ্যাসিবাদ কায়েম করছেন রাজ্যে। মুকুলের দাবি, কোনও আদর্শ নেই, নীতি নেই তৃণমূলে। কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে বামপন্থী দলগুলিও চলে একটা নীতির উপর। কিন্তু তৃণমূল ওসব নীতি-আদর্শের ধার ধারেন না।

সেইসঙ্গে মুকুল রায় পরিষ্কার জানিয়ে দেন, সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল। মানুষের জয় হবেই। বাংলার মানুষ এখন বিজেপিকেই চায়। আর দেশের গণতন্ত্রকে এত সহজে বিনষ্ট করা যাবে না। তৃণমূল কংগ্রেস উচিত শিক্ষা পাবে অচিরেই।

English summary
Mukul Roy warns Mamata Banerjee on violence in election purpose. Mukul Roy complains TMC wants to win to spread terror
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X