For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভার আগেই কি গোপন ‘তালিকা’টা বের করলেন মুকুল! তৃণমূল-ভাঙনে প্রশ্ন

মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েই তোপ দেগেছিলেন তৃণমূল ভাঙার। কারা আসবেন বা কারা তালিকায় রয়েছেন, তা ক্রমশ প্রকাশ্য বলে ধন্দ তৈরি করেছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েই তোপ দেগেছিলেন সময় হলেই তাঁর অনুগামীরা তৃণমূল ছাড়বেন। কর্মীরা তো আসবেনই দলের নেতৃত্বও বিজেপির পথে পা বাড়াবে। কারা আসবেন বা কারা তালিকায় রয়েছেন, তা ক্রমশ প্রকাশ্য বলে ধন্দ তৈরি করেছিলেন তিনি। লোকসভার প্রাক্কালে তৃণমূলের বহিষ্কৃত দুই সাংসদের একজনকে দলে নিয়ে কি তৃণমূল ভাঙার কাজ শুরু করে দিলেন মুকুল রায়, প্রশ্ন উঠে পড়ল ফের।

১ বছর ৩ মাস পর মোক্ষম ধাক্কা

১ বছর ৩ মাস পর মোক্ষম ধাক্কা

২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায়। তারপরই রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছিল, দলে মুকুল রায়ের অনুগামীদেরে অনেকেই একে একে দলত্যাগ করবেন। এরই মধ্যে ১ বছর তিন মাস অতিক্রান্ত। খুব বড় নাম কাউকে বিজেপিতে ভেড়াতে পারেননি মুকুল রায়।

হইচই পড়ে যাবে, এমন নাম কই

হইচই পড়ে যাবে, এমন নাম কই

তবে কর্মীদের অনেকেই তৃণমূল ছেড়েছেন। জঙ্গলমহলে থাবা বসিয়েছেন মুকুল রায়। বিক্ষিপ্তভাবে দু-একজন নেতাও গিয়েছেন বিজেপিতে। কিন্তু তৃণমূল যাঁদের ভাঙিয়ে আনলে হইচই পড়ে যাবে, বিজেপির পালে হাওয়া বইতে শুরু করবে- এমন নাম কোথায়? সেদিক দিয়ে সৌমিত্র খানের মতো নেতার দলত্যাগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

ডেবরার প্রাক্তন বিধায়কের ধাক্কা

ডেবরার প্রাক্তন বিধায়কের ধাক্কা

মুকুল রায় যোগদানের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি। তৃণমূলের উপর মুকুল রায়ের এই থাবাকে বড় বলে মনে করা হলেও, কিছুদিন পর মুকুলকে প্রত্যাঘাত করে ঘরে ফেরেন তিনি। তৃণমূল ফিরে অসে মুকুল রায় ও বিজেপির বিরুদ্ধে কামানও দাগেন।

মঞ্জু দিয়েছিলেন আঘাত, পাল্টা সৌমিত্রে

মঞ্জু দিয়েছিলেন আঘাত, পাল্টা সৌমিত্রে

তারপর নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে দলে যোগ দেওয়ানো ও প্রার্থী করার চেষ্টায় মোক্ষম ধাক্কা খান মুকুল রায়। তারপর মুকুল রায় বড় নামের দিকে না ছুটে চুনো-পুঁটি নেতা-কর্মীদের বিজেপিতে ভাড়ালেও, সে অর্থ সৌমিত্র খাঁ বড় নাম। তাঁকে মুকুল রায়ই কংগ্রেস থেকে এনেছিলেন তৃণমূলে। ফের তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গেলেন তিনি।

সৌমিত্রের পর অনুপম? জল্পনায় আরও

সৌমিত্রের পর অনুপম? জল্পনায় আরও

সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত অনুপম হাজরাও মুকুল রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনৈতিক মহলে। সৌমিত্র খানের পর অনুপম হাজরা যদি বিজেপিতে যোগদান করেন, তা অবাক হওয়ার নয়। তবে এই দুই সাংসদকে পেলে বিজেপি যে খাতায়-কলমে শক্তিশালী হবে, তা বলার অপেক্ষা রাখে না। তারপর বর্তমান সাংসদদের দলে পাওয়াও তৃণমূলে বিরুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলবে। সেদিক দিয়ে বিচারে লোকসভা ভোটের আগে মুকুল রায়ের খেল শুরু বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Mukul Roy starts the game to break TMC before Lok Sabha Election 2019. Somutra Khan already joins and Anupam and others are in line.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X