For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেককে আইনি নোটিশ মুকুলের! ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

অসমে গণহত্যা নিয়ে বিজেপি বিরোধী মন্তব্যের জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

অসমে গণহত্যা নিয়ে বিজেপি বিরোধী মন্তব্যের জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা মুকুল রায়। সাতদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে, জানিয়েছেন মুকুল রায়।

অভিষেককে আইনি নোটিশ মুকুলের! ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

মুকুল রায়ের অভিযোগ, সম্প্রতি এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমে ১ নভেম্বর তিনসুকিয়ায় গণহত্যার জন্য বিজেপির পাশাপাশি অসম সরকারকে দায়ী করেছিলেন। এরই প্রতিবাদ করেছেন মুকুল রায়। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সেই জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে, আইনি নোটিস পাঠিয়ে।

অন্যদিকে বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সূত্রের খবর, নোটিস পেলে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু।

অসমে বাঙালি নিধনের ঘটনায় ওই রাজ্যের বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ নভেম্বর মহানগরের বুকে মহামিছিলে হেঁটে তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদত্যাগ দাবি করেন। অভিষেক বলেছিলেন, হত্যার দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। উত্তর দিন সেনার পোশাকে ওইদিন কারা এসেছিল? কারা হত্যালীলা চালিয়েছিল? সেই প্রশ্নও করেছিলেন তিনি।

English summary
Mukul Roy sends legal notice to Abhishek Banerjee for his comments on Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X