For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের দেখানো পথেই কি হাঁটবেন তিনি, বিজয়ায় নতুন সমীকরণের আভাস শুভ্রাংশর

মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল- এবার শুভ্রাংশু কী করবেন? তিনিও কি বিধায়ক পদ ত্যাগ করে বাবার মতো ভিড়বেন বিজেপিতে?

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল- এবার শুভ্রাংশু কী করবেন? তিনিও কি বিধায়ক পদ ত্যাগ করে বাবার মতো ভিড়বেন বিজেপিতে? নাকি তিনি রয়ে যাবেন তৃণমূলে? ক্রমেই তিনি তৃণমূলে একঘরে হয়ে পড়ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরক আদর্শ থেকে একচুলও সরেননি শুভ্রাংশু। এবার পুজো শেষে তিনি স্পষ্ট করে দিলেন তাঁর পথ।

বাবা বঙ্গ বিজেপির মাথায়, ছেলে তৃণমূলে

বাবা বঙ্গ বিজেপির মাথায়, ছেলে তৃণমূলে

মুকুল রায় বঙ্গ বিজেপির লোকসভা কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন এবার। দলের হয়ে রণকৌশল স্থির করবেন তিনিই। অবশ্যই তৃণমূল ভাঙিয়ে লোকসভার আগে বিজেপির সংগঠন বাড়ানো তাঁর মুখ্য উদ্দেশ্য। কিন্তু কী করবেন শুভ্রাংশু? এবার কি তিনি বাবার পথ ধরবেন, নাকি তৃণমূলেই গতানুগতিক পথে এগিয়ে নিয়ে যাবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ?

শুভ্রাংশুর রাজনৈতিক ভবিষ্যৎ

শুভ্রাংশুর রাজনৈতিক ভবিষ্যৎ

শুভ্রাংশু আগে বহুবার স্পষ্ট করেছেন তিনি কী করতে চান, কোন পথে চলতে চান। আবারও তিনি বুঝিয়ে দিলেন তাঁর চলার পথ। তিনি যে বাবার পথে হাঁটতে চান না, তা তৃণমূল নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বাবা নয়, তাঁর ভরসা পিসির উপরই। সে আভাস তিনি আগেও দিয়েছেন, আবার দিলেন। বিজয়া দশমীতেই রাখলেন প্রকৃষ্ট প্রমাণ।

অভিষেক সকাশে শুভ্রাংশু

অভিষেক সকাশে শুভ্রাংশু

বিজয়া দশমীর দিন কালীঘাটে এসে অভিষেকের সঙ্গে দেখা করলেন মুকুল-পুত্র। পাশে বসে শুভেচ্ছা বিনিয়ময়ই শুধু নয়, দীর্ঘ আলোচনা সারলেন। লোকসভা ভোটের আগে দলের যুব সৈনিককে পেয়ে প্রয়োজনীয় বার্তা দিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বাধ্য সৈনিকের মতো তা শুনলেন শুভ্রাংশু।

সুস্থ হয়ে ফেরার পর প্রকাশ্য বার্তা

সুস্থ হয়ে ফেরার পর প্রকাশ্য বার্তা

শুভ্রাংশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর এই প্রথম কালীঘাটে এসে তৃণমূলের যুব সভাপতির পাশের চেয়ারে বসলেন। যতক্ষণ অভিষেক জনসংযোগ করলেন, ততক্ষণ পাশেই ছিলেন শুভ্রাংশু। শুভ্রাংশু বুঝিয়ে দিলেন, তাঁর বর্তমান অবস্থান। অভিষেকের সঙ্গে শুভ্রাংশুর ছবি বিজেপিকেও বার্তা দেওয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভ্রাংশুর পাশে

মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভ্রাংশুর পাশে

শুভ্রাংশু অসুস্থ হতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গিয়েছিলেন তাঁকে দেখতে। তাতেই শুভ্রাংশু বুঝে যান, নেত্রীর হাত রয়েছে মাথার উপর। বাবা দল ছাড়লেও, তাঁর সমান গুরুত্বই রয়েছে দলে। অন্তত নেত্রীর কাছে তিনি গুরুত্ব পাচ্ছেন। অন্য নেতারা তাঁকে গুরুত্ব দিলেন, কি না দিলেন তাতে কিছু এসে যায় না শুভ্রাংশুর।

ভোট প্রচারে অন্যতম হাতিয়ার

ভোট প্রচারে অন্যতম হাতিয়ার

তৃণমূল এবার ভোট প্রচারে শুভ্রাংশুকে হাতিয়ার করতে চায়। মুকুল রয়েছেন বিজেপি লোকসভা নির্বাচন কমিটির দায়িত্ব। আর তাঁর ছেলেই তাঁর বিরুদ্ধে প্রচারে নামবেন। লোকসভায় কাঁটে কা টক্কর হবে, সেখানে শুভ্রাংশু তৃণমূলের যত বেশি প্রচার করবেন, ততই অস্বস্তি বাড়বে মুকুলের, অস্বস্তি বাড়বে বিজেপির।

অভিষেকের সঙ্গে সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ

অভিষেকের সঙ্গে সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ

এবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে বড় ভূমিকা নেবেন। দেখতে গেলে এই প্রথম মুকুলহীন বড় ভোট তৃণমূলের। সেখানে কোন কোন নেতার উপর গুরু দায়িত্ব বর্তাবে, তা কোর কমিটির বৈঠকে স্থির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিরিখে অভিষেকের সঙ্গে শুভ্রাংশুর সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
Mukul Roy’s son Shubhrangshu meets with Abhishek Banerjee on Vijaya Dashami. Abhishek will give him special charge for Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X