For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন অধীর-দীপা! মুকুলের ‘নেক্সট টার্গেট’-এ জল্পনা তুঙ্গে

তৃণমূলের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী চাই। তাই মওকা বুঝে ঝাঁপাচ্ছেন মুকুল রায়। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কংগ্রেসের হাতছাড়া হতেই দীপা দাশমুন্সি ও অধীর চৌধুরীকে দলে নিতে এবং বিজেপির প্রার্থী করতে জাল পেতেছেন

Google Oneindia Bengali News

তৃণমূলের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী চাই। তাই মওকা বুঝে ঝাঁপাচ্ছেন মুকুল রায়। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কংগ্রেসের হাতছাড়া হতেই দীপা দাশমুন্সি ও অধীর চৌধুরীকে দলে নিতে এবং বিজেপির প্রার্থী করতে জাল পেতেছেন মুকুল রায়। সূত্রের খবর, মুকুল রায়ের ডাকা নৈশভোজে উপস্থিত থাকতে পারেন অধীর ও দীপা।

মুকুলের হানা কংগ্রেসের অন্দরে

মুকুলের হানা কংগ্রেসের অন্দরে

এমনকী রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, মুকুল রায় যে কোনও মুহূর্তে হানা দিতে পারেন তাঁদের বাড়িতেও। সব্যসাচীর বাড়িত হানা দিয়ে তৃণমূলকে নড়িয়ে দিয়েছেন তিনি। সব্যসাচীকে নিয়ে ব্যস্ত করে দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে। এবার কংগ্রেসকে এলোমেলো করে দিতে টোপ দিয়ে বড়শিতে গাঁথতে চাইছেন অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সিকে।

কংগ্রেস ভেঙে বিজেপির প্রার্থী, লক্ষ্য

কংগ্রেস ভেঙে বিজেপির প্রার্থী, লক্ষ্য

এখনও মুর্শিদাবাদে কংগ্রেসের প্রাণভোমরা বলতে অধীর চৌধুরী আর রায়গঞ্জে দীপা দাশমুন্সি। দুজনকে জালে তুলতে পারলে কংগ্রেসের কোমর ভেঙে দেওয়া যাবে। কংগ্রেস সুর তুলেছিল, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনটি না পেলে সিপিএমের সঙ্গে জোট হবে না। রাহুলের হস্তক্ষেপে সেই পণ থেকে সরে আসতে হয়েছে। এতে অধীর ও দীপা উভয়েই ক্ষুব্ধ হয়েছেন।

অধীর-দীপা টার্গেট বিজেপির

অধীর-দীপা টার্গেট বিজেপির

মুকুল রায় চাইছেন সেই ক্ষোভকেই কাজে লাগাতে। রবিবার দীপা দাশমুন্সির সঙ্গে তাই সাক্ষাত করতে পারেন মুকুল রায়, এমন জল্পনার সরগরম রাজ্য রাজনীতি। কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গেও দীপার কথা হয়েছে বলে রাজনৈতিক মহলের একটা সূত্র মনে করছে। আর শুধু দীপাই নয়, অধীরের বাড়িতে মুকুলের নৈশভোজের সম্ভাবনা রয়েছে বলে জোর আলোচনা চলছে। সেই নৈশভোজে দীপাও থাকতে পারেন বলে রটনা।

সব্যসাচীর বাড়িতে গিয়ে মস্ত চাল

সব্যসাচীর বাড়িতে গিয়ে মস্ত চাল

সম্প্রতি সব্যসাচী দত্তের বাড়িতে সটান হাজির হয়েছেন মুকুল রায়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক সেরে তিনি লুচি-আলুর দম খাওয়ার তত্ত্ব খাঁড়া করেছেন। আর তাতেই তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। সব্যসাচীকে এক ঘরে করার যাবতীয় প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। সেই ফায়দা তুলতে বিজেপি মরিয়া।

English summary
Mukul Roy’s next target Adhir Chowdhuri and Dipa Dasmunsi of Congress. He can dinner with them in Adhir’s house, speculation growing on.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X