For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি মুকুল বলছি'! বইয়ে মমতাকে নিয়ে কোন কোন তথ্য, জানিয়েছেন বিজেপি নেতা

বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুকুল রায় এবার লেখকের ভূমিকায়। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পথ ধরে আত্মজীবনী লিখেছেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুকুল রায় এবার লেখকের ভূমিকায়। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পথ ধরে আত্মজীবনী লিখেছেন মুকুল রায়। 'আমি মুকুল বলছি' এই বইয়ে জায়গা পেয়েছে, রাজনীতি আসা থেকে বিজেপিতে প্রবেশে বহু অজানা তথ্য। কলকাতার নামী একটি প্রকাশনা সংস্থা তাঁর বইটি প্রকাশ করবে। বইটি রাজ্য রাজনীতি সাড়া ফেলবে বলে মনে করছেন মুকুল রায়।

রথযাত্রা কর্মসূচির পরেই বই প্রকাশ

রথযাত্রা কর্মসূচির পরেই বই প্রকাশ

রাজ্যে বিজেপির রথযাত্রী কর্মসূচি শেষ হওয়ার পর লোকসভা নির্বাচনের আগেই বইটি প্রকাশ করা হবে। মুকুল রায়ের কথায় বইমেলার আগে পরে 'আমি মুকুল বলছি' বইটি প্রকাশিত হবে।

বইয়ে থাকবে বহু অজানা তথ্য

বইয়ে থাকবে বহু অজানা তথ্য

মুকুল রায় জানিয়েছেন, বিস্ফোরক তথ্য কিছু নয়। তৃণমূলে থাকাকালীন কীকী ঘটেছে, সবটাই থাকবে। নিজের রাজনৈতিক জীবনে প্রবেশ থেকে শুরু করে তৃণমূল প্রতিষ্ঠার কারণ থাকতে চলেছে সেই বই-এ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে কোন ঘটনার প্রভাব সব থেকে বেশি, সেই তথ্যও থাকতে চলেছে বইটিতে। সিঙ্গুর-নন্দীগ্রাম, সংগঠক মুকুলের ভূমিকা, সবই থাকতে চলেছে এই বইটিতে। কেন দল ছাড়তে হল সেই তথ্যও বিস্তারিত দিয়েছেন মুকুল রায়।

মুকুল রায়ের কথায়

মুকুল রায়ের কথায়

বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, কীভাবে রাজনীতিতে এলেন, কীভাবে যুব কংগ্রেসে এলেন সব তথ্যই থাকতে চলেছে বইটিতে। তৃণমূল তৈরিতে বিজেপির ভূমিকা কী ছিল, বাজপেয়ীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক, ২০০৬-এর নির্বাচনে বিপর্যয়ের কারণ, সিঙ্গুর-নন্দীগ্রামে কী হয়েছিল, রাজ্যে বামশাসনের অবসানে কীভাবে সবাইকে এক ছাতার তলায় আনা হল, ২০০৮-এর পঞ্চায়েত, ২০০৯-এর লোকসভায় ভাল ফলের কারণ, ২০১১, ২০১৩-র পঞ্চায়েত, ২০১৪, ২০১৬-র নির্বাচনের তথ্য থাকতে চলেছে বইটিতে।

কেন বিজেপিতে, তার ব্যাখ্যা

কেন বিজেপিতে, তার ব্যাখ্যা

কেন তিনি বিজেপি গেলেন তারও বিস্তারিত বিবরণ থাকতে চলেছে বইটিতে। বিজেপিতে শুরু করার পর আজ বিজেপি রাজ্যে কোন জায়গায় আছে, আগামী লোকসভা নির্বাচনে কী হতে পারে, সব মিলিয়েই একটা বই বলে জানিয়েছেন মুকুল রায়।

English summary
Mukul Roy's book 'Aami Mukul Bolchi' will publish after Rathyatra in the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X