For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ তৃণমূলের জয়রথ কোথায় আটকাবে, অঙ্ক কষে বলে দিলেন ‘কৌটিল্য’ মুকুল

২০১৯-এ তৃণমূলে বেঁধে রাখা সম্ভব। কত আসনে বেঁধে রাখা সম্ভব, তা খোলসা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়।

Google Oneindia Bengali News

২০১৯-এ তৃণমূলকে বেঁধে রাখা সম্ভব। কত আসনে বেঁধে রাখা সম্ভব, তা খোলসা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে ২০টিতেই আটকে যাবে তৃণমূলের বিজয় রথ। সংখ্যার খেলায় মুকুল কার্যত সমর্থন জানিযে দিলেন দিলীপের ২২-এর তত্ত্বকেই।

১৯-এ কোথায় আটকাবে তৃণমূলের, ফাঁস ‘কৌটিল্য’ মুকুলের

বিজেপির কার্যকারিনী সভায় মুকুল রায় বলেন, ভোটে ভালো ফল করতে গেলে ময়দানে নেমে পড়তে হবে এখন থেকেই। দলীয় কর্মীদের কী করণীয় তা যুক্তি সহকারে বুঝিয়ে দেন তিনি। তিনি এদিন বিজেপি কর্মীদের সামনে তৃণমূলের জয়ের রহস্যও ফাঁস করে দেন। আর বলেন, কীরূপ সক্রিয় হলে তৃণমূলকে ২০-র মধ্যে আটকে রাখা সম্ভব। এবং সেটা করতে হবে আমাদের।

মুকুল রায় বলেন, তৃণমূল পুরোপুরি ক্রিকেটীয় ধাঁচে ভোট করায়। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে প্রতিটি বুথে ৩০-৪০টি ভোট নিজেদের দিকে দিইয়ে নেয়। তারপর অঙ্ক কষা শুরু করে। এই ফর্মুলায় তারা এগিয়ে যায় অন্যদের তুলনায়। ভোট ভালো ফল করতে গেলে বিজেপিকেও একই পথে হাঁটতে হবে। তা হবে সংগঠন মজবুত হলে।

তিনি বলেন, আমি বলতে চাইছি, আমাদের কর্মীদের প্রতিটি ভোটারকে চিনতে হবে। নিজেদের ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করে দিতে হবে। পঞ্চায়েতে যেমন আমরা মাটি কামড়ে পড়ে থেকে পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পদ্ম ফুটিয়েছি, তেমনই লোকসভাতেও মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তাহলেই আমরা লক্ষ্যে সফল হব।

English summary
Mukul Roy revels the way to stop the TMC in 2019 Loksabha Election. He orders to workers what is the way to defeat TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X