For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আমি মুকুল বলছি’- লোকসভার আগেই ‘লেখক’ হিসেবে আত্মপ্রকাশ, ‘চ্যালেঞ্জ’ মমতাকে

ফাইল প্রকাশের হুঙ্কারে যতটা গর্জেছিলেন ততটা বর্ষাননি মুকুল রায়। কিন্তু তিনি যখন বলেছিলেন, বোমা তো তিনি পাঠাবেনই। সে কারণেই তৈরি করলেন নতুন ‘মঞ্চ’।

  • |
Google Oneindia Bengali News

পদ্মশিবিরে যোগ দিয়েই তিনি 'নেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন। অনেক অজানা ফাইল প্রকাশের হুঙ্কারও ছেড়েছিলেন। জানিয়েছেন, অপেক্ষা করুন, অচিরেই সেসব প্রকাশ পাবে। কিন্তু যতটা গর্জেছিলেন ততটা বর্ষাননি মুকুল রায়। কিন্তু তিনি যখন বলেছিলেন, বোমা তো তিনি পাঠাবেন। সে কারণেই তৈরি করলেন নতুন 'মঞ্চ'।

হাতে তুলে নিলেন কলম

হাতে তুলে নিলেন কলম

এবার তিনি হাতে তুলে নিলেন কলম। এবছরই বইমেলায় তিনি প্রকাশ করতে চলেছেন নিজের নেখা বই। সেই বইয়ের নাম শুনলেই বুঝতে পারবে- কী তাঁর উদ্দেশ্য। মুকুল রায়ের লেখা প্রথম যে বই এবার বইমেলায় প্রকাশিত হতে চলেছে, তার নাম- ‘আমি মুকুল বলছি'। শীঘ্রই মলাটবন্দি হতে চলেছে সেই বই।

লোকসভার আগেই বইপ্রকাশ

লোকসভার আগেই বইপ্রকাশ

এবার লোকসভার আগেই এই বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। লোকসভার আগে বইপ্রকাশের অন্য উদ্দেশ্য রয়েছে তাঁর। রাজনৈতিক মহলও মনে করছে এর মধ্যে অন্য কারণ রয়েছে। দীর্ঘ ২০ বছর তিনি তৃণমূলে ছিলেন। নিশ্চয়ই তৃণমূল নিয়ে অনেক অজানা কথা থাকবে তাঁর এই বইয়ে। থাকবে তৃণমূলের উদ্দেশ্যে রাজনৈতিক বাণও।

বুদ্ধ-মমতার পর মুকুল

বুদ্ধ-মমতার পর মুকুল

এর আগে বুদ্ধেদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ও আত্মজীবনী প্রকাশ করেছিলেন। এবার মুকুল রায় সেই উদ্যোগ নিলেন। রাজনীতির ময়দানে দীর্ঘদিন বিচরণের পর নিজেই কলম ধরছেন। লেখকের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন নিজের রাজনৈতিক জীবনের উত্থান-পতন লিপিবদ্ধ করতে। শুধু লিপিবদ্ধই নয়, তা মলাটবন্দি করাও যে রাজনৈতিক উদ্দেশ্যে, তাও স্পষ্ট হচ্ছে।

কী থাকবে এই বইতে

কী থাকবে এই বইতে

মুকুল রায়ের বাল্যকাল থেকে তৃণমূল ত্যাগ করে গেরুয়া পতাকা ধরার প্রেক্ষাপট- সবকিছুই স্থান পাবে এই বইয়ে। থাকবে অজানা কথা। বিজেপিতে যোগদানের পর তাঁর অভিজ্ঞতাও তিনি শেয়ার করবেন পাঠকদের সঙ্গে। অনেক কিছু প্রকাস করলেও, তিনি এখনই প্রকাশনা সংস্থার নাম প্রকাশ্যে আনছেন না।

English summary
Mukul Roy now writes auto-biography, published before Loksabha Election. The book name is ‘Ami Mukul Balchi’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X