For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ কোটি ফেললেই তৃণমূল 'শেষ'! মুকুল-কৈলাশের 'রহস্য'-অডিও'য় ফাঁস ষড়যন্ত্র

ফের প্রকাশ হল আরও এক অডিও ক্লিপিংস। হুবহু মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র গলা। তাঁরা একে অপরকে মুকুল ও কৈলাশ বলেই অডিও বার্তায় সম্বোধন করেছে। সোশাল মিডিয়ায় এই অডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

Google Oneindia Bengali News

ফের প্রকাশ হল আরও এক অডিও ক্লিপিংস। হুবহু মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র গলা। তাঁরা একে অপরকে মুকুল ও কৈলাশ বলেই অডিও বার্তায় সম্বোধন করেছে। সোশাল মিডিয়ায় এই অডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তারই পরিপ্রেক্ষিতে সামনে এসেছে তৃণমূলকে শেষ করতে বিজেপির প্ল্যান। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ওয়ানইন্ডিয়া বেঙ্গলির তরফে। তবে ফোনালাপ থেকে যে চাঞ্চল্যকর তথ্যা উঠে এসেছে তার ভিত্তিতেই এ খবর।

তৃণমূলকে ‘শেষ’ করতে ২ কোটি! এবার বড় ‘জুয়া’ বিজেপির! মুকুল-কৈলাশের অডিও-রহস্য

ফোনেই ফন্দি আঁটছেন অডিও-র মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। তাঁরা উভয়েই তৃণমূলকে 'খতম' করতে ২ কোটির জুয়া খেলতেও রাজি। সম্প্রতি বিজেপি নেতা মুকুল-কৈলাসের ফাঁস হওয়া এক ফোনালাপের অডিও টেপ ঘিরে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আর এক অডিও-ঝড় আছড়ে পড়ল রাজ্যে।

শনিবার রাতে একটি অডিও টেপ ইউটিউবে আপলোড হয়েছে। তারপর তা ছড়িয়ে পড়েছে ফেসবুক-সহ সোশাল মিডিয়ায়। সেই ফোনালাপে পাওয়া কণ্ঠস্বর দুটির একটি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র এবং অন্যটি মুকুল রায়ের সঙ্গে হুবহু মিলে যায়। এই ফোনালাপ থেকে যা উঠে এল, তা সত্যিই বিস্ফোরক।

অডিও-র মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয় ফোনে আলোচনা করছেন- কীভাবে তৃণমূলকে 'শেষ' করা যায়। সেই নিয়েই দুই নেতার সাড়ে তিন মিনিটের ফোনালাপ। কৈলাশকে ফোন করেছিলেন মুকুল। তিনি কৈলাশকে জানান, ম্যাথু স্যামুয়েলস তাঁদের একটা ১২৪ ঘণ্টার ভিডিও ডকুমেন্টারি দেবে। যে ডকুমেন্টারি সামনে এলে শেষ হয়ে যাবে তৃণমূল। তার জন্য ২ কোটি টাকা চাই তাঁর। এর মধ্যে ৫০ লক্ষ অ্যাডভান্স। বাকি ১ কোটি ৫০ লক্ষ ২০ দিন পর। অ্যাডভান্সের টাকা পাঠাতে হবে হংকংয়ে।

তৃণমূলকে ‘শেষ’ করতে ২ কোটি! এবার বড় ‘জুয়া’ বিজেপির! মুকুল-কৈলাশের অডিও-রহস্য

[আরও পড়ুন: বড় ধাক্কা রাহুলের, মহাজোট ছাড়লেন আরও এক 'হেভিওয়েট'! অ্যাডভান্টেজ মোদী][আরও পড়ুন: বড় ধাক্কা রাহুলের, মহাজোট ছাড়লেন আরও এক 'হেভিওয়েট'! অ্যাডভান্টেজ মোদী]

এদিন ফোনালাপে মুকুল রায়ের কণ্ঠস্বরে এমনও শোনা যায়, 'যদি তৃণমূলকে ফেলার জন্য ওই টাকা যথেষ্ট হয়, তাহলে ঘরবাড়ি বিক্রি করেও তা জোগাড় করতে তিনি রাজি। তিনি বলেন, 'ওর সঙ্গে কথা বলে আপনি আমাকে সিগন্যাল দিলে আমি অ্যাকশন নেব। মুকুলের এ প্রস্তাবে রাজিও হয়ে যান কৈলাশ। জানিয়ে দেন, 'এ জুয়া খেলনা চাহিয়ে'। উত্তেজিত হয়ে মুকুলও বলেন, 'অবশ্যই খেলব। জুয়া খেলার জন্য প্রস্তুত আছি। কিন্তু তার অআগে একবার আপনাপর সঙ্গে কথা হওয়া জরুরি। তারপরেই কৈলাশ বলেন, আমি ২৬ তারিখে কলকাতা আসছি, কথা হবে।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর 'সঙ্গী' র, লোকসভার আগে বড়সড় ধাক্কা বিরোধী-শিবিরে][আরও পড়ুন: বিজেপিতে যোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর 'সঙ্গী' র, লোকসভার আগে বড়সড় ধাক্কা বিরোধী-শিবিরে]

এর আগে প্রথম অডিও টেপে চিটফাণ্ড কাণ্ডে প্রভাব খাটাতে চেয়ে সিবিআই অফিসারদের দিয়ে রাজ্যের চার আইপিএস অফিসারকে 'ভয়' দেখাতে চেয়েছিলেন মুকুল। পাশাপাশি, মতুয়া সম্প্রদায়কে 'হাতে' আনতে দীর্ঘ ফোনালাপ হয় দুজনের। মমতাবালা ঠাকুর থেকে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী ও সন্তানরা যে বিজেপির টার্গেট তাও উঠে আসে। এবার দ্বিতীয় টেপে উঠে এল, টাকা ছড়িয়ে তৃণমূলকে বাগে আনার ষড়যন্ত্রের কথা। দুই শীর্ষ বিজেপি নেতা তা নিয়ে কথা বলছেন। অন্তত অডিও-র গলা হুবহু বিজেপির দুই শীর্ষ নেতার মতোই।

(এই অডিও-র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির তরফে)

[আরও পড়ুন: দলের দুই প্রাক্তনীর রাফালে তিরে বিদ্ধ মোদী! চুক্তিতে অনিয়ম নিয়ে সিবিআই-এর কাছে ব্যবস্থার দাবি][আরও পড়ুন: দলের দুই প্রাক্তনীর রাফালে তিরে বিদ্ধ মোদী! চুক্তিতে অনিয়ম নিয়ে সিবিআই-এর কাছে ব্যবস্থার দাবি]

English summary
Two top BJP leaders Mukul Roy and Kailsh Vijayvargiya have agreed to play 2 crore ‘gambling’ to end the Trinamool Congress. Suspicious information expressed in audio clipping in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X