For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার উদ্বেগ বাড়িয়ে দিলেন মুকুল! ৬ তৃণমূল সাংসদকে নিয়ে 'খেল' জমানোর বার্তা

ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা শো-এর দিনেই সমস্ত প্রচারের আলো কেড়ে নেওয়ার হুঙ্কার ছেড়ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এখন অপেক্ষা ভোট ঘোষণার।

Google Oneindia Bengali News

ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা শো-এর দিনেই সমস্ত প্রচারের আলো কেড়ে নেওয়ার হুঙ্কার ছেড়ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। না, মেগা শো চলাকালীন কোনও ঝটকা তিনি দিতে পারেননি। তবে তৃণমূল ছাড়ার জন্য যে অনেক সাংসদ-বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন, তা ফের জানালেন মুকুল রায়। তিনি বলেন, শুধু ভোটটা ঘোষণা হতে দিন। তারপরই খেল জমে যাবে।

তৃণমূল ভেঙে খান খান করার হুঙ্কার

তৃণমূল ভেঙে খান খান করার হুঙ্কার

মুকুল রায় বলেন, অন্তত ৬ থেকে ৮ জন বিধায়ক ও সাসংদ বিজেপিতে যোগ দিতে আগ্রহী। শুধু পুলিশি রাজের ভয়েই তাঁরা এখন পিছপা। লোকসভা ভোটের পর পুলিশ-প্রশাসন নির্বাচন কমিশনের হাতে চলে গেলেই তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত পথ তিনি প্রশস্ত করে রেখেছেন।

সৌমিত্র খাঁয়ের উদাহরণ মুকুলের

সৌমিত্র খাঁয়ের উদাহরণ মুকুলের

তিনি এ প্রসঙ্গে সৌমিত্র খাঁয়ের উদাহরণ তুলে ধরেন। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তারপরই তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে। তিনি এখন পুলিশি হেনস্থার আশঙ্কায় রয়েছেন। একই আশঙ্কা করছেনে অন্যরাও। তাই তাঁরা এখনই তৃণমূল ছাড়তে চাইছেন না।

সময় এলেই তৃণমূল ফাঁকা হবে

সময় এলেই তৃণমূল ফাঁকা হবে

মুকুল রায় বলেন, সময় এলেই তৃণমূল ফাঁকা হয়ে যাবে। সবাই অপেক্ষা করে আছে। সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার পরই মুকুল রায় বলেছিলেন আরও ছ-জন অপেক্ষায় রয়েছে। তারপর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের দিনই প্রচারের সব আলো তিনি কেড়ে নেবেন। এখন বলছেন, ভোট ঘোষণা হলেই তৃণমূল ভাঙবে।

[আরও পড়ুন:নতুন নীতি চাইছে দেশ! ব্রিগেডের দিনে 'ভিন্ন' বার্তা সীতারামের][আরও পড়ুন:নতুন নীতি চাইছে দেশ! ব্রিগেডের দিনে 'ভিন্ন' বার্তা সীতারামের]

জল্পনা চলছে, কারা এঁরা

জল্পনা চলছে, কারা এঁরা

এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে, কারা এঁরা। যাঁরা তৃণমূল ছাড়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। তাঁরা মুকুলের হাতে ধরে বিজেপিতে ভিড়তে চাইছেন। মুকুলের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, ৬ জনের চার জনই দক্ষিণবঙ্গে। দুজন খুবই প্রভাবশালী। কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে তাঁদের নাম নেই।

[আরও পড়ুন: রিভার্স সুইং কাজ করতে শুরু করছে! অধীরের হাত ধরে কি ‘আচ্ছে দিন' কংগ্রেসে ][আরও পড়ুন: রিভার্স সুইং কাজ করতে শুরু করছে! অধীরের হাত ধরে কি ‘আচ্ছে দিন' কংগ্রেসে ]

English summary
Mukul Roy gives challenge to break TMC after announcement of Election. He says at least six MPs are in waiting list,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X