For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাদের হত্যার চক্রান্ত তালিকা দিলেন মুকুল! বললেন টার্গেট করা হয়েছে অর্জুন সিংকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে ফের বিস্ফোরক মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপি নেতা মুকুল রায়। বুধবার তিনি শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য প্রশাসন অনেককেই হত্যার ষড়যন্ত্র করেছে। তবে বর্তমানে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে।

যড়যন্ত্রে সামিল মুখ্যমন্ত্রী

যড়যন্ত্রে সামিল মুখ্যমন্ত্রী

অর্জুন সিংকে হত্যার ষড়যন্ত্রে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অভিযোগ থেকে তিনি যে সরছেন না তা এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে স্পষ্ট করেন দেন মুকুল রায়। রবিবার জগদ্দলে অর্জুন সিং-এর মাথা ফাটার ঘটনার পর সোমবারও একই অভিযোগ করেছিলেন মুকুল রায়।

'হত্যার চক্রান্ত অনেককেই'

'হত্যার চক্রান্ত অনেককেই'

সন্দেশখালিতে বিজেপি কর্মীদের হত্যাকারীদের বিচার চাইতে শ্যামবাজারে ধর্নামঞ্চের এদিন ছিল তৃতীয় দিন। বুধবার বিকেলে সেখানেই হাজির হয়েছিলেন মুকুল রায়, অর্জুন সিং। সেই মঞ্চ থেকেই মুকুল রায় অভিযোগ করেন বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের হত্যার চক্রান্ত করা হচ্ছে। সেই তালিকায় তিনি ছাড়াও রয়েছেন দিলীপ ঘোষ।

মনোজ বর্মার বিরুদ্ধে অভিযোগ

মনোজ বর্মার বিরুদ্ধে অভিযোগ

ব্যারাকপুর কমিশনারেটের সিপি মনোজ বর্মার বিরুদ্ধে যেসব জায়গায় গেলে বিচার পাওয়া যেতে পারে, সেইসব জায়গায় অভিযোগ জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মুকুল রায়।

'বিজেপি কাউকে শহিদ করতে চায় না'

'বিজেপি কাউকে শহিদ করতে চায় না'

রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে বিজেপি কি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে, এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, বিজেপি কাউকে শহিদ করতে চায় না।

English summary
Mukul Roy gives a list who are allegedly being targeted by Mamata Banerjee's Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X