For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর বলছে প্রেম নেব না, মমতা বলছেন প্রেম নিতেই হবে! কী বলতে চাইছেন মুকুল

ত্রিপুরা দখল হয়ে গিয়েছে। এখন বাংলা দখল স্রেফ সময়ের অপেক্ষা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই বিদায় ঘণ্টা বেজে যাবে তৃণমূলের। তার আগে কংগ্রেসের হাত ধরতে তৎপর মমতাকে তোপ মুকুলের।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা দখল হয়ে গিয়েছে। এখন বাংলা দখল স্রেফ সময়ের অপেক্ষা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই বিদায় ঘণ্টা বেজে যাবে তৃণমূলের। বুধবার ধর্মতলায় বিজেপির আইন অমান্যের মঞ্চ থেকে মুকুল রায় তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন শেষের দিনের শুরু হয়ে গিয়েছে।'

অধীর বলছে প্রেম নেব না, মমতা বলছেন প্রেম নিতেই হবে! কী বলতে চাইছেন মুকুল

[আরও পড়ুন: মমতাকে বিজেপির 'গুঁতো'! মুখ্যমন্ত্রীর 'চেহারা'র বর্ণনায় অশালীন তোপ দিলীপের ][আরও পড়ুন: মমতাকে বিজেপির 'গুঁতো'! মুখ্যমন্ত্রীর 'চেহারা'র বর্ণনায় অশালীন তোপ দিলীপের ]

মুকুলের কথায়, 'বিজেপি যেভাবে বাড়ছে, তাতে তৃণমূল কংগ্রেসের একার পক্ষে সেই অগ্রগতির ধারা আটকানো সম্ভব নয়। তাই শক্তি বাড়াতে অন্যের হাত ধরতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কংগ্রেস এমনকী সিপিএমকেও নানাভাবে টোপ দিয়ে চলেছেন তিনি। বিজেপি বিরোধী জোট করতে তৎপর হচ্ছেন।'

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সে অর্থে সদ্ভাব নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বলেই পরিচিত। তবু কংগ্রেসের হাত ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিমত মুকুল রায়ের। এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, 'অধীর বলছে প্রেম নেব না, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রেম নিতেই হবে। আদতে কংগ্রেসের হাত ধরে নিজেদের শক্তিশালী করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।'

অধীর বলছে প্রেম নেব না, মমতা বলছেন প্রেম নিতেই হবে! কী বলতে চাইছেন মুকুল

[আরও পড়ুন:নামেই আইন অমান্য কর্মসূচি বিজেপির, মূর্তি ভাঙার চাপানউতোরে রণক্ষেত্র লালবাজার][আরও পড়ুন:নামেই আইন অমান্য কর্মসূচি বিজেপির, মূর্তি ভাঙার চাপানউতোরে রণক্ষেত্র লালবাজার]

রাজ্যের তৃণমূল সরকারকে তিনি এদিন ফের চোরের সরকার বলে তোপ দাগেন। তিনি বলেন, 'কেন্দ্রের কাছ থেকে প্রকল্প চুরি করে আমার প্রকল্প বলে চালানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সরকারের আমলে চলছে শুধু পুলিশ-রাজ। তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী।'

মুকুল বলেন, 'তৃণমূল সরকারের আমলে এ রাজ্য নারী নির্যাতনে এক নম্বরে। আইনশৃঙ্খলা তলানিতে পৌঁছে গিয়েছে। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলকে ছাপিয়ে গিয়েছে মমতার সরকার। যে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যে সরকারে এসেছিল তৃণমূল, তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিচ্যুত হয়ে পড়েছে। তাই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে হবে। আর তা আনবে বিজেপিই। পঞ্চায়েতেই বিপর্যয় হবে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে নীচুতলা ফোঁপরা হয়ে যাচ্ছে বলে মত মুকুলের। মাত্র একটা নির্বাচন হলেই তৃণমূল বুঝতে পারবে, কত ধানে কত চাল। বাংলা দখল এখন শুধু সময়ের অপেক্ষা।'

English summary
Mukul Roy criticizes Mamata Banerjee on issue of Congress-TMC alliance. Mukul Roy says Adhir don’t want Mamata, but Mamata wants Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X