For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের প্রশ্নে 'বিপাকে'! উত্তর খুঁজছে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন বিপাকেই ফেললেন একসময়ের ঘনিষ্ঠ সহযোগী মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন বিপাকেই ফেললেন একসময়ের ঘনিষ্ঠ সহযোগী মুকুল রায়। তিন রাজ্যে বিজেপির হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণতন্ত্রের জয়। সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোথাও নেই। প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায়ের প্রশ্ন, রাহুল গান্ধী যে তাঁর নেতা, সেকথা আগে ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে বলেও কটাক্ষ করেছেন মুকুল রায়।

মমতার বক্তব্য

মমতার বক্তব্য

মঙ্গলবার ভোটের ফল বেরনোার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। তিনি টুইট করে বলেন এই জয় মানুষের জয়। ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধে মানুষ রায় দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। স্পষ্ট হয়ে গিয়েছে দেশের মানুষ কী চান। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন এই জয় গণতন্ত্রের জয়।

মুকুলের প্রশ্ন

মুকুলের প্রশ্ন

মুকুল রায়ের প্রশ্ন, রাহুল গান্ধী যে তাঁর নেতা, সেকথা আগে ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে বলেও কটাক্ষ করেছেন মুকুল রায়।

মুকুল রায়ের কটাক্ষ

মুকুল রায়ের কটাক্ষ

পাঁচ রাজ্যের ভোটের ফলে আঞ্চলিকগুলির সেরকম কোনও সাফল্য নেই। অন্তত বড় তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে তো নেই। তেলেঙ্গানায় কংগ্রেস ও টিডিপির জোট জোর ধাক্কা খেয়েছে। সেখানে জোটের ফল ভাল হলে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু নিজেকে প্রধানমন্ত্রী পদের
দাবিদার হিসেবে তুলে ধরতে পারতেন। কিংবা বিরোধী ছোটদলগুলির প্রচারে উঠত আঞ্চলিক দলগুলির কথা। সেই পরিস্থিতি তৈরিই হয়নি। ফলে মহাজোটের পরিকল্পনা ভেস্তে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তেলেঙ্গানায় চন্দ্রবাবুর হাল দেখে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবে না বলেও মনে করেন তিনি। সেই কথাই তুলে ধরেছেন মুকুল রায়।
মুকুল রায়ের কথায় ভোটের যে ফল হয়েছে, তাতে বিজেপি বিরোধী তৈরি করতে হলে তা কংগ্রেসের নেতৃত্বেই করতে হবে। সেক্ষেত্রে রাহুলকে নেতা হিসেবে মানতে হবে মমতাকে।

মুকুল রায়ের দাবি

মুকুল রায়ের দাবি

ভোটের ফলের নিরিখে বাংলায় বিজেপির অগ্রগতি অব্যাহত থাকবে। জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

English summary
Mukul Roy criticises Mamata Banerjee after the Assembly result of five states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X