For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-সঙ্গ ত্যাগ করে ‘ঘরে’ ফেরার সিদ্ধান্ত দীর্ঘদিনের ‘ছায়াসঙ্গী’র, বিজেপিকে প্রত্যাঘাত

মুকুল রায় যে দলে যাবেন, তিনিও তাঁর সঙ্গে সেই দলেই থাকবেন। কিন্তু সাত মাস কাটতে না কাটতেই মুকুল-সঙ্গ ত্যাগ করে ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন আকাশ ঘটক।

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনিও তৃণমূল ত্যাগ করেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন মুকুল রায় যে দলে যাবেন, তিনিও তাঁর সঙ্গে সেই দলেই থাকবেন। কিন্তু সাত মাস কাটতে না কাটতেই মুকুল-সঙ্গ ত্যাগ করে ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন তাঁর এতদিনের ছায়াসঙ্গী আকাশ ঘটক।

মুকুল-সঙ্গ ত্যাগ করে ‘ঘরে’ ফেরার সিদ্ধান্ত দীর্ঘদিনের ‘ছায়াসঙ্গী’র, বিজেপিকে প্রত্যাঘাত

মুকুল রায়ের সঙ্গ ত্যাগ করে অবশ্য তৃণমূল কংগ্রেসে ফিরছেন না তিনি। তিনি পাকাপাকি ফেরার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসে। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই একসঙ্গে কাজ করছে। নকল বিরোধিতা তৈরি করে গোপন আঁতাত রেখেই চলছে তারা। তাঁর কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে বলেও দাবি করেন মুকুল-সঙ্গী এই নেতা।

আকাশ বলেন, একে একে সব তথ্য প্রমাণ তিনি তুলে ধরবেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, মুকুল রায় বিজেপিতে যোগ দিলেও তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আসলে বিজেপিক রাজ্য নেতারা মুকুল রায়কে এখনও মেনে নিতে পারননি। তাই তাঁর সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ চলছে বঙ্গ বিজেপিতে, দাবি মুকুল ঘনিষ্ঠ নেতা আকাশ ঘটকের।

আকাশ ইতিমধ্যেই দিল্লি গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসেছেন। শীঘ্রই তিনি কংগ্রেসে য়োগ দেবেন। দিল্লি বা প্রদেশে থেকে তাঁর যোগদান হতে পারে। বাংলায় কংগ্রেস নেতৃত্ব বদল করে সুদিন ফেরানোর চেষ্টায় রয়েছে হাইকমান্ড।

English summary
Mukul Roy closed leader decides to join in Congress. He leaves Trinamool Congress with Mukul Roy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X