For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘দাবি’ শেষপর্যন্ত মেনেই নিলেন মুকুল! স্বীকারোক্তিতে ঘটালেন ‘বিস্ফোরণ’

তৃণমূলকে ভাঙাতে মুকুল রায় ফোন করছেন বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা এতদিন তা মানতে চাননি মুকুল রায়।

Google Oneindia Bengali News

তৃণমূলকে ভাঙাতে মুকুল রায় ফোন করছেন বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা এতদিন তা মানতে চাননি মুকুল রায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এসে তিনি কার্যত স্বীকার করে নিলেন প্রাক্তন তৃণমূলী বিজেপির এই নেতা। তাঁর স্বীকারোক্তি, বহু তৃণমূল নেতাকে তিনি ফোন করেছেন বিজেপিতে যোগদানের জন্য।

মুকুলের বিস্ফোরণ

মুকুলের বিস্ফোরণ

শুধু এটুকুতেই শেষ হয়নি মুকুলের বিস্ফোরণ, তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমদের কাছেও ফোন গিয়েছে বিজেপিতে যোগদানের জন্য। নিজের মুখেই রহস্য ফাঁস করে লোকসভা নির্বাচনের আগে মোক্ষম চাল চাললেন এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত।

তৃণমূল নেতাকে ফোন

তৃণমূল নেতাকে ফোন

সোমবার বিজেপির রাজ্য অফিস মুরলিধর স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি বহু তৃণমূল নেতাকে ফোন করেছি। বিজেপিতে যোগদানের জন্য ফোন করেছি। এতে তো সমস্যার কিছু নেই। প্রতি রাজনৈতিক দলেরই এই স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা মেনেই আমি ফোন করেছি।

টার্গেট আছে আরও

টার্গেট আছে আরও

উল্লেখ্য, লোকসভার আগে তৃণমূলকে ধাক্কা দিতে পরিকল্পনা কষছেন মুকুল রায়। একে একে মমতার কাছের লোকেদের তিনি নিয়ে আসছেন বিজেপিতে। টার্গেট আছে আরও অনেকে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সৌমিত্র খান, প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শঙ্কুদেব পাণ্ডা।

জাল বিছোচ্ছেন মুকুল

জাল বিছোচ্ছেন মুকুল

হালে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও যোগ দিয়েছেন বিজেপিতে। কোচবিহারের ডাকাবুকো তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে পরিচিত নিশীথ প্রামাণিকও যোগ দিয়েছেন পদ্মশিবিরে। এই অবস্থায় মুকুল রায় যে জাল আরও বিছোচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না।

English summary
Mukul Roy admits Mamata Banerjee’s demand and says he does phone to TMC. Mamata banerjee alleges Mukul Roy phones to TMC leaders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X