For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রোয় যাত্রী সুরক্ষার প্রশ্নে জিএমকে তলব সুদীপের, তিন দিনের মধ্যে চাইলেন রিপোর্ট

মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনায় সাসংদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তলব করলেন মেট্রো বোর্ডের জেনারেল ম্যানেজারকে।

Google Oneindia Bengali News

মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনায় সাসংদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তলব করলেন মেট্রো বোর্ডের জেনারেল ম্যানেজারকে। মেট্রো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। তিনি জানতে চান, মেট্রো রেলে কেন বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তিনদিনের মধ্যে তিনি রিপোর্ট জমা দিতে বলেন জিএমকে।

মেট্রোয় যাত্রী সুরক্ষার প্রশ্নে জিএমকে তলব সুদীপের, তিন দিনের মধ্যে চাইলেন রিপোর্ট

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চান, মেট্রোয় বারবার এই ধরনের ঘটনা কেন। মেট্রো রেল কলকরাতার গৌরব। যেখানের শহরের গৌরব জড়িয়ে রয়েছে, সেখানে কেন বারবার এ ধরনের ঘটনা ঘটবে। এটা বিশেষ করে ভাবা উচিত। তাই তিনদিনের মধ্যে তিনি এর রিপোর্ট চান।

সুদীপের এই কথার প্রত্যুত্তরে মেট্রোর জিএম জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, কেন এমন ঘটল। তবে এর মধ্যে কোনও হিউম্যান এরর নেই। অর্থাৎ মনুষ্যঘটিত কোনও সমস্যা নেই। তেব টেকনিক্যাল কোনও সমস্যার জন্য এই ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।

সুদীপ বলেন, কলকাতার গৌরব মেট্রো। তাই যাত্রী সুরক্ষা নিয়ে এ ধরনের গাফিলতি মানা হবে না। তিনি এই রিপোর্ট পাওয়ার পর সেফটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে মেট্রোর রেলের জেনারেল ম্যানেজারকে দিল্লিতে তলবও করতে পারেন নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য।

[আরও পড়ুন:মেট্রোয় অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর! কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন][আরও পড়ুন:মেট্রোয় অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর! কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন]

এদিনই মেট্রোয় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার লালবাজারে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করার। এই মর্মে মেট্রোর বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ আনছে রাজ্য। তাই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত।

[আরও পড়ুন:মোদী সরকার যোগী না ভোগী, গঙ্গাসাগরে কেন্দ্রকে তুলোধনা করে নিশানা মমতার ][আরও পড়ুন:মোদী সরকার যোগী না ভোগী, গঙ্গাসাগরে কেন্দ্রকে তুলোধনা করে নিশানা মমতার ]

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, এখনও ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি অনেক যাত্রী। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের। যদিও যাত্রীদের দাবি টানেলের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা আটকে থাকতে হয় তাঁদের।

[আরও পড়ুন: মমতা কেন প্রধানমন্ত্রী হবেন, কেন নন মোদী, ব্যাখ্যায় কপিলমুনি আশ্রমের প্রধান মহন্ত][আরও পড়ুন: মমতা কেন প্রধানমন্ত্রী হবেন, কেন নন মোদী, ব্যাখ্যায় কপিলমুনি আশ্রমের প্রধান মহন্ত]

English summary
MP Sudip Banerjee calls General Manager of Metro on passenger safety. He wants investigation report within three days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X