For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলে দলে তৃণমূলে যোগ, একুশে জুলাইয়ের মঞ্চে কারা এলেন মমতার ছত্রছায়ায়, একনজরে

একুশে জুলাইয়ের মঞ্চ ফের হয়ে উঠল রাজনৈতিক দলবদলের মঞ্চ। ২০১৯-এর আগে শেষ একুশে জুলাইয়ে নতুন করে পথ চলা শুরু করলেন অনেকে।

Google Oneindia Bengali News

একুশে জুলাইয়ের মঞ্চ ফের হয়ে উঠল রাজনৈতিক দলবদলের মঞ্চ। ২০১৯-এর আগে শেষ একুশে জুলাইয়ে নতুন করে পথ চলা শুরু করলেন অনেকে। বিজেপির প্রাক্তন সাংসদ থেকে শুরু করে সিপিএমের দুই প্রাক্তন সাংসদ, কংগ্রেসের চার বিধায়ক ও সিপিএম-বিজেপি-কংগ্রেসের ৫৬ জন জনপ্রতিনিধি এদিন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

দলে দলে তৃণমূলে যোগ, কারা এলেন মমতার ছত্রছায়ায়

এবার একুশের জুলাইয়ের মঞ্চে সবথেকে বড় চমক কী! বারবার এই প্রশ্নটাই উঠে আসছিল ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালনের প্রাক্কালে। প্রতিবারই জল্পনা থাকে, কারা যোগ দিচ্ছেন তৃণমূলে? কংগ্রেস ছেড়ে ক'জন আসছেন তৃণমূলের মঞ্চে? এবার সেই জল্পনা ছাড়িয়ে বড় চর্চা হয়ে উঠেছিল বিজেপির প্রাক্তন সাংসদ চন্দন মিত্রকে নিয়ে। তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। এছাড়াও সিপিএমের দুই প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মইনুল হাসানও একই পথের পথিক হতে পারেন।

সেই জল্পনাকে সত্যি করে ২০১৯-এর প্রাক্কালে একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলে নাম লেখালেন বিজেপির চন্দন মিত্র, সিপিএমের মইনুল হাসান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের বিধায়ক আবু তাহের, আখরুজ্জামান, সমর মুখোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি প্রমুখ। এছাড়া ঝাড়খণ্ডের ৫৬ জন জনপ্রতিনিধিও এদিন একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

তবে এই একুশের জুলাইয়ের আগে সবথেকে চর্চিত বিষয় হল চন্দন মিত্রের বিজেপি চেড়ে তৃণমূলে যোগদান। সম্প্রতি তিনি বিজেপি ছাড়েন। তারপরই জল্পনা শুরু হয়, তবে কি ২১ জুলাইয়ে তৃণমূলের মঞ্চে দেখা যাবে চন্দন মিত্রকে, তা নিয়েই জোর চর্চা চলছিল। এর আগে কংগ্রেসের বিধায়কদের নিয়ে জল্পনা চলছিল। এমনকী কংগ্রেস বিধায়করা আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছিল। তারপর জল্পনার মাত্রায় যুক্ত হয়েছিলেন সিপিএমের দুই প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মইনুল হাসান। তারা সবাই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

English summary
MP and MLAs are joined in TMC on the stage of 21 July leaving Congress, bjp and CPM. Mamata Banerjee announces the joining message.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X