For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তান জন্মের পরেই মায়ের করোনা, বন্ধ করে দেওয়া হল মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং

সন্তান জন্মের পরেই মায়ের করোনা, বন্ধ করে দেওয়া হল মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং

  • |
Google Oneindia Bengali News

করোনার সংক্রমণের জেরে এবার বন্ধ করে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং। হাসপাতাল সূত্রে খবর, এক শিশুর জন্মের পরেই মা করোনায় আক্রান্ত বলে জানা যায়। এরপরেই বন্ধ করে দেওয়া হয় ইডেন বিল্ডিং। হাসপাতালের এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। একই ঘরে থাকা আরও ১২ জন প্রসূতির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

সন্তান জন্মের পরেই আক্রান্ত

সন্তান জন্মের পরেই আক্রান্ত

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানের জন্মের পরেই জ্বর আসে মায়ের। লালরস পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপরেই মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসক থেকে নার্স, পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে

চিকিৎসক থেকে নার্স, পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে

হাসপাতালে চিকিৎসক থেকে নার্স সবাইকেই কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। ইডেন বিল্ডিং-এ ঢোকা ও বেরনোর পথ বন্ধ করার কথা জানানো হয়েছে।

কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি ওই প্রসূতি

কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি ওই প্রসূতি

কয়েকদিন আগে মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং-এ ভর্তি হয়েছিলেন নারকেলডাঙা এলাকার ওই বাসিন্দা। মা করোনায় আক্রান্ত হলেও, শিশু সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর।

রবিবারই বন্ধ করে দেওয়া হয় চিনার পার্কের বেসরকারি হাসপাতাল

রবিবারই বন্ধ করে দেওয়া হয় চিনার পার্কের বেসরকারি হাসপাতাল

ডায়ালিসিসের রোগী থেকে করোনা সংক্রমণ একাধিক ডায়ালিসিসের রোগীর। করোনা সংক্রমণের জেরে প্রথম আক্রান্তের মৃত্যুও হয়েছে। যার জেরে চিনার পার্কের বেসরকারি চার্নক হাসপাতল আপাতত বন্ধ করে চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনা লকডাউন : পিছিয়ে গেল ভারতে রাফায়েলের আগমন!করোনা লকডাউন : পিছিয়ে গেল ভারতে রাফায়েলের আগমন!

English summary
Mother from Calcutta Medical College Eden building test positive after has given birth a child. Eden Building already closed for disinfection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X