For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান কলকাতা! এটিএম তদন্তে নেমে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

কলকাতা পুলিশের আশঙ্কা কলকাতায় আরও বেশ কিছু এটিএম জালিয়াতির ঘটনা ঘটতে পারে। তাদের অনুমান শহরের অন্তত ৫০ থেকে ১০০ টি এটিএম থেকে হাতিয়ে নেওয়া হয়েছে গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য।

Google Oneindia Bengali News

গত দুদিনে প্রায় ৮০টির কাছাকাছি এটিএম জালিয়াতির অভিযোগ এসেছে কলকাতা পুলিশের কাছে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানাচ্ছে কলকাতার আরও বহু মানুষই শিকার হতে পারেন এটিএম জালিয়াতির। এরকমই ভয়ঙ্কর ঘটনার আভাস পেয়েছেন তাঁরা।

এটিএম তদন্তে নেমে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

ব্যাঙ্ক জালিয়াতির তদন্তের জন্য কলকাতা পুলিশ একটি 'স্পেশাল ইনভেস্টিগেশন টিম' সিট গঠন করেছে। এর নেতৃত্বে আছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার প্রধান সন্তোষ পান্ডে। তারাই এই জালিয়াতির তদন্ত করছে। সিট জানিয়েছে তদন্তে তারা জানতে পেরেছেন অন্তত ৫০ থেকে ১০০ এটিএম-এ জালিয়াতি করা হতে পারে। তাদের আশঙ্কা এই এটিএম-গুলি থেকে গ্রাহকদের কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এই সবকটি এটিএমেই স্কিমিং ফ্রড হয়েছে বলে অনুমান করছেন তাঁরা।

এটিএম জালিয়াতির প্রথম ঘটনাটি সামনে এসেছিল গড়িয়াহাটের এক কানাড়া ব্যাঙ্কের এটিএম থেকে। সেই এটিএম ব্যবহার করা একাধিক গ্রাহক জালিয়াতির শিকার হন। তারপর থেকে শহরের বেশ কয়েকটি এটিএম থেকে একই ধরণের অভিযোগ আসতে শুরু করে। দিল্লিতে বসে সাইবার অপরাধীরা এই কাণ্ড ঘটাচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর আগে অন্তত ৭৬ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে স্কিমিং ফ্রড করে ও ক্লোনড এটিএম কার্ডের সাহায্যে কয়েক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল।

শুক্রবার আরও কয়েকটি অভিযোগ এসেছে। এক পরিচিত রেডিও জকির অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেও খোয়া গেছে ৫০ হাজার টাকা। এক্ষেত্রেও দক্ষিণ দিল্লির একটি এটিএম থেকে টাকা তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে কলকাতা পুলিশ সবার টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু নতুন তথ্য সামনে আসায় চিন্তায় পড়েছেন লাল বাজারের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড শাখার কর্তারাও।

English summary
Kolkata police fear more ATM fraud case can take place in Kolkata. They estimate the ATM card information of clients is stolen from at least 50 to 100 ATMs in the city.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X