For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে অক্টোবরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত! নবান্নে গুরুত্বপূর্ণ ঘোষণা মমতার

পুজোর আগেই বাড়তে চলেছে সিভিক ভলান্টিয়ারদের বেতন। বেতন বৃদ্ধির পরিমাণ আড়াই হাজার টাকা। অক্টোবর থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর করা হবে।

  • |
Google Oneindia Bengali News

পুজোর আগেই বাড়তে চলেছে সিভিক ভলান্টিয়ারদের বেতন। বেতন বৃদ্ধির পরিমাণ আড়াই হাজার টাকা। অক্টোবর থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। একইসঙ্গে রাজ্যে সরকারি নার্সদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার কথাও জানানো হয়েছে। নবান্নে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুজোর আগে অক্টোবরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত! নবান্নে গুরুত্বপূর্ণ ঘোষণা মমতার

রাজ্যে ক্ষমতায় আসার পর কলকাতা শহর ও জেলায় সিভিক ভলান্টিয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সংগঠনের দাবি অনুযায়ী, রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার। শুরুর দিকে তাদের বেতনের পরিমাণ ছিল ২,৮০০ টাকার মতো। ২০১৬ সালের শুরুতে তাঁদের বেতন করা হয় ৫৫০০ টাকা করে। ২০১৮-র অক্টোবর থেকে এই বেতন গিয়ে দাঁড়াবে ৮ হাজার টাকায়।

সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধিতে সরকারের বাড়তি খরচ হবে ৩৯৩.৩৯ কোটি টাকা। এর আগে সিভিক ভলান্টিয়ারদের সাইকেল বিলি করা হয়েছিল।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অপর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। নতুন নতুন হাসপাতালে নার্সদের সংখ্যা সামাল দিতে সরকারি নার্সদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে চিকিৎসকদের অবসরের বয়সসীমা ৬৫ করা হয়েছে।

এছাড়াও রাজ্য সরকারের নিজস্ব একটি জলবিদ্যুৎ গড়ে তোলার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মে মাসেই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এবার তাতেই সরকারি সিলমোহর দেওয়া হল। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিভিক ভলান্টিয়াররা অনেক কাজ করে। তাঁদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য আগামী অক্টোবর তেকে তাদের বেতন সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার করা করে দেওয়া হবে বলে সেসময়ই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইসিডিএস কর্মীদের জন্য ১ হাজার টাকা বেতন বৃদ্ধির কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

প্রায় একবছর আগে সিভিক ভলান্টিয়ার পদে একদফা নিয়োগের জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল। ন্যুনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ থাকলেও ফর্ম তোলার লাইনে হাজির হয়েছিলেন এমএ, বিএড পাশ যুবক-যুবতীরাও। সূত্রের খবর অনুযায়ী, ২০১২ সালে সিভিক ভলান্টিয়ারের ১ লক্ষ ৩০ হাজার পদের জন্য প্রায় সাতলক্ষ আবেদনপত্র জমা পড়েছিল।

English summary
Monthly salary of civic volunteer's in West Bengal will be from Rs.5500 to Rs. 8000 from October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X