For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামেরা ফিনিশ নয়, ফিনিক্স! বালিগঞ্জ উপনির্বাচনে জেগে উঠে ‘বার্তা’ মহম্মদ সেলিমের

বালিগঞ্জে বামেরা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বাম নেতৃত্বও বুঝতে পারেনি এত বড় চমক অপেক্ষা করে আছে। বিজেপিকে ছিটকে দিয়ে তারা যে তৃণমূল মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং তৃণমূলকে এভাবে কাঁটে কা টক্কর দেবে, তা কল্পনার অতীত।

Google Oneindia Bengali News

বালিগঞ্জে বামেরা ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে। বাম নেতৃত্বও বুঝতে পারেনি এত বড় চমক অপেক্ষা করে আছে। বিজেপিকে ছিটকে দিয়ে তারা যে তৃণমূল মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং তৃণমূলকে এভাবে কাঁটে কা টক্কর দেবে, তা কল্পনারও অতীত। তবে শেষপর্যন্ত ফিনিক্স পাখির মতো এই উত্থান যে সিপিএম তথা বামেদের অক্সিজেন দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

বামেরা ফিনিশ নয়, ফিনিক্স! বালিগঞ্জের ফলে ‘বার্তা’ সেলিমের

বালিগঞ্জে এমন চমকে ভরা ফলাফলের পরে তাই সিপিএম প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছে যে, তারাই পশ্চিমবঙ্গে বিকল্প। আর সদ্য নির্বাচিত সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্টে লিখেছেন- ফিনিশ নয়, বামপন্থীরা ফিনিক্স। আলিমুদ্দিন স্ট্রিট যে বালিগঞ্জের নির্বাচনী ফলে বেজায় খুশি এবং ফিরে আসার রসদ পেয়েছে, তা সুস্পষ্ট।

সত্যিই বালিগঞ্জে বামেরা ফিনিক্স হয়ে উঠেছে। সায়রা শাহ হালিমের স্পর্শে ফেরে জেগে উঠেছে বামেরা। বামেরা বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মাত্র চার মাস আগেও সিপিএম কলকাতা পুরসভা ভোটে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছিল। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে মাত্র ৭ শতাংশ ভোট পেয়েছিল। কিন্তু বিধানসভা উপনির্বাচনে আমূল বদলে গেল সিপিএম তথা বামফ্রন্ট। এক লপ্তে ৩০ শতাংশের বেশি ভোট প্রাপ্তিতে ফের ফিরে আসার বার্তা দিল সিপিএম।

বালিগঞ্জের এই ফলাফল দেখে আশ্বস্ত সিপিএম নেতারা। বামফ্রন্টের শরিকরাও বেজায় খুশি। মহম্মদ সেলিম তো বামপন্থীরা ফিনিশ নয়, ফিনিক্স বলে বড়াই করেছেন। আর একইসঙ্গে তিনি লিখেছেন ২০২১ অক্টোবর উপনির্বাচন, ২০২২ ফেব্রুয়ারি কর্পোরেশন নির্বাচন, ২০২২ মার্চ মিউনিসিপ্যালিটি নির্বাচন, ২০২২ বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচন। বামফ্রন্ট প্রতিটি স্তরেই উন্নতি করেছে।

তবে মহম্মদ সেলিমের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন- লড়াইটা প্রথম হওয়ার জন্য করতে হবে, দ্বিতীয় হওযার জন্য নয়। আবার একজন লিখেছেন, বালিগঞ্জ এবং আসানসোল দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এক জায়গায় উন্নতি হল আর এক জায়গায় কেন হল না। সংগঠনকে প্রকৃত অর্থে শক্তিশালী করতে হবে। ভরসা অর্জনের জন্য কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান যায় সেই বিষয়ে কর্মসূচি নির্ধারণ করতে হবে।

আবার একজন লিখেছেন- বালিগঞ্জে আরও একটু আপনাদের ধ্যান দেওয়া দরকার ছিল। তাহলে হয়তো সিপিএমের জয় হ'ত। আপনাদেরকে আরও রাস্তায় থাকতে হবে। ইয়ং জেনারেশনকে সামনে রাখতে হবে। সিপিএম বালিগঞ্জ থেকে অক্সিজেন পেয়েছে, তাদের সংখ্যালঘু ভোট অনেকটাই বেড়েছে। সেই কারণেই মহম্মদ সেলিম ফেসবুকে পোস্ট করে বামপন্থীদের চাঙ্গা করার চেষ্টা করেছেন।

English summary
Mohammed Salim gives message that CPM has come back as the phoenix bird in west Bengal politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X