For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সরকারকে ফ্যাসিস্ট অ্যাখ্যা! ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারে প্রতিবাদ বিশিষ্টদের

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে অ্যাখ্যা দিলেন শঙ্খ ঘোষ। মঙ্গলবার হায়দরাবাদ ছাড়াও পুনে পুলিশের অভিযান চলে দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বই এবং রাঁচিতে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে অ্যাখ্যা দিলেন শঙ্খ ঘোষ। মঙ্গলবার হায়দরাবাদ ছাড়াও পুনে পুলিশের অভিযান চলে দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বই এবং রাঁচিতে। ভারভারা রাও-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। ভারতের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে গ্রেফতারের ঘটনাকে বিরোধীরা ঠাণ্ডা মাথায় জরুরি অবস্থার মতো পরিস্থিতি বলে বর্ণনা করেছেন।

জানুয়ারিতে মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁওতে হিংসার ঘটনায় যুক্ত থাকার জন্য পুনে পুলিশের তরফ থেকে এই গ্রেফতার। সেই সময় উচ্চবর্গের মারাঠাদের সঙ্গে দলিতদের সংঘর্ষ হয়েছিল। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, মাওবাদী চিন্তাবিদ ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ। এছাড়াও তালিকায় রয়েছেন অরুণ ফেরিরা, গৌতম নাভলাখা, ভারনন গনজালভেস।

মোদী সরকারকে ফ্যাসিস্ট অ্যাখ্যা

মোদী সরকারকে ফ্যাসিস্ট অ্যাখ্যা

ফ্যাসিস্ট সরকারের আমলে যা যা হওয়ার আশঙ্কা থাকে, এখন তাই তাই হচ্ছে। মঙ্গলবার ভারভারা রাও-সহ অন্য মানবাধিকার কর্মীদের গ্রেফতার তার শেষ নিদর্শন বলে মন্তব্য করেছেন শঙ্খ ঘোষ। আরও নানা দুর্বিপাকের জন্য তৈরি থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

[আরও পড়ুন:অধীরের গড়ে টিকি পাওয়া যাচ্ছে না কংগ্রেসের, মমতার পাশাপাশি উড়ছে বিজেপির নিশান][আরও পড়ুন:অধীরের গড়ে টিকি পাওয়া যাচ্ছে না কংগ্রেসের, মমতার পাশাপাশি উড়ছে বিজেপির নিশান]

রাহুলের সমালোচনা

কবি ভারভারা রাও-সহ মানবাধিকার কর্মীদের গ্রেফতারের সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশে শুধু আরএসএসই থাকবে, বাকি সব এনজিও বন্ধ করে দেওয়া হবে। এমনই কটাক্ষ করেছেন রাহুল।

[আরও পড়ুন: কোথায় কালো টাকা! বাতিল নোটের প্রায় পুরোটাই ফিরেছে ব্যাঙ্কে, রিপোর্ট খোদ আরবিআইয়ের][আরও পড়ুন: কোথায় কালো টাকা! বাতিল নোটের প্রায় পুরোটাই ফিরেছে ব্যাঙ্কে, রিপোর্ট খোদ আরবিআইয়ের]

সমালোচনায় সীতারাম

মোদী সরকারের আসল মুখ নিয়ে কারও প্রশ্ন আছে কি? মানবাধিকার ও গণ আন্দোলনের কর্মীদের গ্রেফতারের ঘটনায় প্রশ্ন তুলেছেন তিনি।

[আরও পড়ুন: ‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ', আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির][আরও পড়ুন: ‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ', আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির]

সুপ্রিম কোর্টে আবেদন বিশিষ্টদের

রোমিলা থাপার, প্রভাত পট্টনায়েক, সতীশ দেশপান্ডের মতো ব্যক্তিরা সুধা ভরদ্বাজ, গৌতম নাভলেকারের মতো ব্যক্তিদের গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।

English summary
Modi Govt is working like a facist, alleged intellectuals on arrest of Five activists from different parts of country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X