For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল সিনহার প্রচারে উঠল 'মোদী চোর হ্যায়' স্লোগান! ফের একই কাজের হুঁশিয়ারি তৃণমূলের

উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে মোদী চোর হ্যায় স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা।

  • |
Google Oneindia Bengali News

উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে মোদী চোর হ্যায় স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা। শোভাবাজার এলাকায় প্রচার চলার সময় ১৮ নম্বর ওয়ার্ডে তঋণমূল কাউন্সিলর সুনন্দা সরকার ও তাঁর অনুগামীরা এই স্লোগান দেন এবং গালাগালি দেন বলে অভিযোগ। তৃণমূলের অবশ্য অভিযোগ বিজেপির তরফে এলাকার মানুষকে ভুল বোঝানো হচ্ছিল।

রাহুল সিনহার অভিযোগ

রাহুল সিনহার অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহার অভিযোগ, সকালে শোভাবাজারে যখন প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় অর্থাৎ বাড়ি বাড়ি প্রচারের সময়
১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে এলাকায় তিনি প্রচার করছিলেন, সেখানকার তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার এবং তাঁর অনুগামীরা জড়ো হয়ে বিজেপির প্রচার বাধা দেওয়ার
পাশাপাশি গণ্ডগোল তৈরি করতে চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় মোদী চোর হ্যায়, গো ব্যাক রাহুল সিনহা স্লোগানও তোলা হয়।

এলাকায় উত্তেজনা

এলাকায় উত্তেজনা

পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

[আরও পড়ুন: ভোটের মুখে বাজার থেকে উধাও ২০০০ টাকার নোট! কোথায় গেল, কী সন্দেহ বিশ্লেষকদের][আরও পড়ুন: ভোটের মুখে বাজার থেকে উধাও ২০০০ টাকার নোট! কোথায় গেল, কী সন্দেহ বিশ্লেষকদের]

তৃণমূলের পাল্টা অভিযোগ

তৃণমূলের পাল্টা অভিযোগ

অভিযুক্ত ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বলেছেন, তারা কোনও উত্তেজনা তৈরি করতে চাননি। বিজেপির বিরুদ্ধেই উত্তেজনা তৈরির অভিযোগ করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ করেছেন তিনি। আগামী দিনে যদি বিজেপি এই ধরনের প্রচার করে, তাহলেও একই ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর।

[আরও পড়ুন:মোদীর নামাঙ্কিত 'নমো টিভি' লাইসেন্স ছাড়াই সম্প্রচারিত হয়েছে! ভোটের আগে তুমুল তাপ-উত্তাপ][আরও পড়ুন:মোদীর নামাঙ্কিত 'নমো টিভি' লাইসেন্স ছাড়াই সম্প্রচারিত হয়েছে! ভোটের আগে তুমুল তাপ-উত্তাপ]

English summary
Modi chor hai slogan was chanting in BJP's programme in North Kolkata. TMC alleged BJP was trying to convince wrongly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X