For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন

চলন্ত ট্রেনের তলায় থেকেও গার্ডের রক্ষা পাওয়ার ঘটনায় আরপিএফ কর্মী এস দত্তকে পুরস্কৃত করবে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে এমনটাই জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

চলন্ত ট্রেনের তলায় থেকেও গার্ডের রক্ষা পাওয়ার ঘটনায় আরপিএফ কর্মী এস দত্তকে পুরস্কৃত করবে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে এমনটাই জানা গিয়েছে। চালক ও গার্ডে ভুল বোঝাবুঝিতে ট্রেন চলতে শুরু করলেও, মূলত ওই আরপিএফ কর্মীর তৎপরতাতেই চালক গাড়ি থামিয়ে দেন বলে জানা গিয়েছে।

চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন

চোখের সামনে শুক্রবারের মতো ঘটনা দেখেননি। ট্রেনের তলায় ঢুকে কাজ করছেন গার্ড এসএন রায়। সেই সময় ট্রেন ছেড়ে দেয়। ওয়াকিটকি হাতে চালকের সঙ্গে কথা বলতে থাকেন এবং ছুটতেও থাকেন। ততক্ষণে ট্রেনের গার্ড এয়ারপাইপে ঝুলে পড়েছেন। কয়েকশো মিটার যাওয়ার পর ট্রেন থামিয়ে দেন চালক।

ঘটনায় গার্ডের ন্যুনতম আঘাত না লাগলেও, সম্ভব্য ঘটনা সম্পর্কে শিউরে উঠছেন অনেকেই। একাধিক প্রশ্ন উঠছে। যার জেরে উত্তর খোঁজার পালাও শুরু হয়ে গিয়েছে।

১) কেন ট্রেন ছাড়লেন চালক?
জানা গিয়েছে, চালক নাকি জানিয়েছেন, যে প্রেসার পাইপ নিয়ে গণ্ডগোল, তা জোড়া লেগে যাওয়ায় ইঞ্জিনে প্রসার পেয়ে গিয়েছিলেন তিনি। আর প্রেসার পাওয়ার ৭ মিনিট পর তিনি ট্রেন ছেড়েছেন। কেননা তিনি দেখেছেন, যে জায়গায় প্রেসার পাইপ খুলে গিয়েছিল, তা থেকে গার্ডের কামরায় উঠতে ৭ মিনিটের কম সময় লাগে।

২) কিসের প্রেক্ষিতেই বা ট্রেন ছাড়লেন তিনি?
উত্তরে চালক নাকি বলেছেন, অপর প্রান্ত থেকে তিনি ট্রেন ছাড়ার নির্দেশ পেয়েছিলেন।

তবে যে ভুলের কথা শোনা যাচ্ছে তা হল, চালক ও গার্ডের মধ্যে কথোপকথন। প্রত্যেক ট্রেনের চালক কিংবা গার্ডের হাতেই এখন ওয়াকিটকি থাকে। তবে তা একমুখি। ট্রেন ছাড়া বা দাঁড় করানোর সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চালক কিংবা গার্ড সেই ট্রেনের নম্বর উল্লেখ করেন। যাতে নির্দিষ্ট এলাকার মধ্যে থাকা অন্য ট্রেনের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থা গুলিয়ে না যায়। এক্ষেত্রে সেরকমই ভুল বোঝাবুঝি হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে চালক আলাদা করে কেন গার্ডকে গাড়ির নম্বরের বিষয়ে জিজ্ঞাসা করেননি, সে প্রশ্নও উঠছে।

[আরও পড়ুন: ট্রেনের তলায় গার্ড, তাঁকে নিয়েই চলল ট্রেন! শোরগোল রেল-যাত্রী মহলে, দেখুন ভিডিও][আরও পড়ুন: ট্রেনের তলায় গার্ড, তাঁকে নিয়েই চলল ট্রেন! শোরগোল রেল-যাত্রী মহলে, দেখুন ভিডিও]

ট্রেন ছাড়ার কথা শুনলেও, সম্ভবত, ট্রেনের নম্বরের কথা শোনেননি চালক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের তরফে। আর দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইতিমধ্যেই বলেছেন, মিস কমিউনিকেশনের ফলেই ঘটনাটি ঘটেছে। তাঁর মতে চালক বুঝতে পারেননি ট্রেনের নিচেই রয়েছেন গার্ড।

English summary
Miss communication among Driver and Guard of the Howrah-Digha AC express says Railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X