For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দমদম বিস্ফোরণে শিশু মৃত্যুতে দায় কার! মমতার মন্ত্রী প্রয়োগ করলেন থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব

নাগের বাজারে বিস্ফোরণের বলি শৈশব। মৃত্যু হয়েছে বছর সাতের বিভাস ঘোষের। যদিও বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্ফোরণ নিয়ে থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব প্রয়োগ করেছেন মমতা সরকারের মন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

নাগের বাজারে বিস্ফোরণের বলি শৈশব। মৃত্যু হয়েছে বছর সাতের বিভাস ঘোষের। যদিও বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্ফোরণ নিয়ে থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু। বিস্ফোরণের নেপথ্যে বিজেপি-আরএসএস বলে অভিযোগ করেছেন তিনি।

দমদম বিস্ফোরণে শিশু মৃত্যুতে দায় কার! মমতার মন্ত্রী প্রয়োগ করলেন থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব

দমদম বিস্ফোরণে চলে এল থিওরি অফ এলিমিনেশনের তত্ত্ব। সৌজন্যে প্রাক্তন নকশাল নেতা, বর্তমানে রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি নিজের মন্তব্যের শুরুতে বলেন, সিপিএম- কংগ্রেস এই বিস্ফোরণে নেই। নেই তৃণমূলও। পড়ে থাকে বিজেপি-আরএসএস। তাই ওরাই দায়ী। তবে তাদের সঙ্গে সিপিএম কিংবা কংগ্রেস থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন:দমদম বিস্ফোরণে মৃত্যু শিশুর! তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জের, ইঙ্গিত বিরোধীদের][আরও পড়ুন:দমদম বিস্ফোরণে মৃত্যু শিশুর! তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জের, ইঙ্গিত বিরোধীদের]

এর আগে বিস্ফোরণের পরেই স্থানীয় পুরসভার চেয়ারম্যান পাচু রায় দাবি করেছিলেন, তাঁর ওপর হামলা করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে। কিছুক্ষণ পরেই তৃণমূল নেতা-কর্মীরা ভিড় করবেন, তাদের উদ্দেশ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, দাবি করেছিলেন পাচু রায়। তিনিও গেরুয়া বাহিনীর প্রতি ইঙ্গিত করেছিলেন।

[আরও পড়ুন: জামার উপর পৈতে পরে ঘুরলেও আইসিইউ থেকে আর বেরোবে না দল, হুঙ্কার দিলীপের ][আরও পড়ুন: জামার উপর পৈতে পরে ঘুরলেও আইসিইউ থেকে আর বেরোবে না দল, হুঙ্কার দিলীপের ]

[আরও পড়ুন:বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম][আরও পড়ুন:বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম]

English summary
Minister and TMC leader explains theoty of elemination on the explosion in DumDum NagerBazar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X