For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃদ্ধাবাসের আবাসিকদের হাতে ফোঁটা নিয়ে উৎসব পালন মন্ত্রী অরূপ বিশ্বাসের

বৃদ্ধাবাসের আবাসিকদের হাত থেকে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালেই মন্ত্রী সদলবলে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ কলকাতার ‘নবনীড়' বৃদ্ধাবাসে। সেখানে ৪৮ জন আবাসিকের হাতে ফোঁটা নিলেন তিনি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ নভেম্বর : অভিনব ভাইফোঁটা। বৃদ্ধাবাসের আবাসিকদের হাত থেকে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালেই মন্ত্রী সদলবলে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ কলকাতার 'নবনীড়' বৃদ্ধাবাসে। সেখানে ৪৮ জন আবাসিকের হাতে ফোঁটা নিলেন তিনি। সঙ্গে পুরপিতা দেবব্রত মজুমদার, তপন দাশগুপ্ত, তারকেশ্বর চক্রবর্তী, পুরমাতা অনিতা কর মজুমদার, মিতালি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছিলেন টলিউড অভিনেত্রী নুসরৎ জাহান, মিমি চক্রবর্তী, রনিতা দাস-রাও।

বৃদ্ধাবাসের দালানে মঞ্চ গড়ে সাড়ম্বর আয়োজন অভিনব ভাইফোঁটা উৎসবের। উদ্যোগ টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের। পিছনে ব্যানারে লেখা শুভ ভাইফোঁটা উৎসব। মঞ্চে সারিবন্দি হয়ে বসলেন ভাইয়েরা। সেই তালিকায় নাম মন্ত্রী অরূপ বিশ্বাস অ্যান্ড কোং ছাড়াও অন্যান্য ভাইদের।

বৃদ্ধাবাসের আবাসিকদের হাতে ফোঁটা নিয়ে উৎসব পালন মন্ত্রী অরূপ বিশ্বাসের

একে একে 'নবনীড়'-এর ৪৮ জন আবাসিক তাঁদের কপাল চুয়া-চন্দনের ফোঁটা এঁকে দিলেন। বললেন, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'। ফোঁটা দিলেন নুসরৎ-মিমি-রনিতারাও। শুধু ফোঁটাতেই শেষ হতে পারে কি উৎসব? ফোঁটা নেওয়ার পরই অরূপবাবু আবাসিকদের হাতে তুলে দিলেন উপহার। মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করলেন নিজে হাতে। সমস্ত আবাসিক ও অন্যান্য অভ্যাগতদের মধ্যাহ্নভোজের তদারকি করেন তিনি।

মন্ত্রীকে ফোঁটা দিতে পেরে আবাসিকের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এদিন। প্রবীণ আবাসিকরা মন্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। আবাসিকদের সঙ্গে ভাইফোঁটার মহৎ উৎসবটি পালন করতে পেরে স্বভাবতই খুশি অরূপ বিশ্বাস। এই নিয়ে চার বছরে পড়ল তাঁর অভিনব ভাইফোঁটা উৎসব।

English summary
Minister Arup Biswas Celebrate vai fota in a old age home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X