For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টির জের! মেট্রো বিভ্রাটে বিপাকে নিত্যযাত্রীরা

বর্ষায় মেট্রো বিভ্রাট। সূত্রের খবর অনুযায়ী, রবীন্দ্রসদন স্টেশনে বৃহস্পতিবার সকালে বিভ্রাট দেখা দেয়। জমা জলে সিগন্যালিং ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল অনিয়মিয়ত হতে পড়ে।

  • |
Google Oneindia Bengali News

বর্ষায় মেট্রো বিভ্রাট। সূত্রের খবর অনুযায়ী, রবীন্দ্রসদন স্টেশনে বৃহস্পতিবার সকালে বিভ্রাট দেখা দেয়। জমা জলে সিগন্যালিং ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল অনিয়মিয়ত হতে পড়ে। পরে অবস্থার কিছুটা বদল হয়।

প্রবল বৃষ্টির জের! মেট্রো বিভ্রাটে বিপাকে নিত্যযাত্রীরা

কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় জমা জল। সেই জল থেকে বাঁচতে আর কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে গিয়ে বিপত্তি বৃহস্পতিবারে। প্রথমে রবীন্দ্রসদন স্টেশনে বিপত্তি দেখা দেয়। সিগন্যাল লাল থেকে সবুজ কিংবা সবুজ থেকে লাল হওয়াতে সময় বেশি লাগায় ট্রেনগুলি বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে শুরু করে। সকালে ব্যস্ত সময়ে ট্রেনগুলির মধ্যে ব্যবধান কম থাকে। কিন্তু এই বিপত্তিতে দুটি ট্রেনের ব্যবধান যেমন বাড়তে থাকে, ঠিক তেমনই ট্রেনগুলিতেও ভিড় বাড়তে থাকে। বেশ কিছুক্ষণ ধরে এই সমস্যা চলে।

বিভ্রাট চললেও, ওপরে বৃষ্টি চলতে থাকায় নিত্যযাত্রীদের প্রায় কেউই বেরিয়ে গিয়ে বাসে যাওয়ার সাহস করেননি।

তবে শুধু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনেই নয়, এর আগে মহানায়ক উত্তম কুমার স্টেশনেও জল ঢুকে বিপত্তি হয়েছিল। সাবওয়েতে জল জমে যাওয়ায় সংকট দেখা দেয়। কবি সুভাষ স্টেশনেও একই অবস্থা।

কোনও কোনও স্টেশনে আবার ছাদ থেকে গায়ে জল পড়তে দেখা গিয়েছে। এই বেহাল দশার পিছনে রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করেছেন মেট্রো কর্মীদের একাংশ। যাত্রীদের অভিযোগ, মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষের মধ্যে থাকা স্টেশনগুলিতে সবচেয়ে বেশি জল পড়ে। অপর প্রান্তে নোয়াপাড়া স্টেশনেরও শেড ফুটো।

English summary
Metro services in Kolkata disrupted due to water logging
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X