For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রোর রেকে আগুনের ফুলকি, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক টালিগঞ্জ স্টেশনে

ফের মেট্রোয় আগুন আতঙ্ক। দমদম স্টেশনের পর এবার মেট্রোর রেকে আগুনের ফুলকি, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক টালিগঞ্জ স্টেশনেমেট্রোয় আগুন আতঙ্ক মহায়নায়ক উত্তমকুমার স্টেশনে।

  • |
Google Oneindia Bengali News

ফের মেট্রোয় আগুন আতঙ্ক। দমদম স্টেশনের পর এবার মেট্রোয় আগুন আতঙ্ক মহায়নায়ক উত্তমকুমার স্টেশনে। টালিগঞ্জের এই স্টেশনের থার্ড লাইনে ইলেকট্রিক সাপ্লাই লাইন থেকে আগুনের ফুলকি দেখা যায়। এর ফলে টালিগঞ্জ থেকে দমদম মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

মেট্রোর রেকে আগুনের ফুলকি, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক টালিগঞ্জ স্টেশনে

এদিনের ঘটনার সঙ্গে মিল রয়েছে ময়দান স্টেশনে আগুল আতঙ্কের। কিছুদিন আগে ময়দান স্টেশনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এরপর যান্ত্রিক ত্রুটির জন্য মেট্রোয় আগুন লেগে যায় দমদম স্টেশনের মেট্রো রেকে। তার পর দিনই রবীন্দ্র সদন স্টেশনে থার্ড রেলে সমস্যা দেখা দেয়। নিত্যদিনই যান্ত্রিক ত্রুতি ও মেট্রো বিভ্রাটের জেরে সমস্যার পড়েন যাত্রী সাধারণ।

এদিন মেট্রো কর্মীরা আগুনের ফুলকি দেখতে পান। তারপরই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই সমস্যা মিটিয়ে তড়িঘড়ি মেট্রো পরিষেবা চালু করতে তৎপর কর্তৃপক্ষ। যাত্রী সাধারণকে আশ্বস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিটের জেরে এই আগুনের ফুলকি দেখা গিয়েছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দমদমে মেট্রোয় আগুনে মেট্রো রেকে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, ট্রমাচ্ছন্ন অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয় অনেক যাত্রীকে। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের।

English summary
Metro services interrupted due to fire in metro rake at Tollygunj. This problem occurs due to technical problem, Metro authority has made necessary announcement,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X