For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠীর দুপুরে ধোঁয়া-আতঙ্ক মেট্রো স্টেশনে! বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বিঘ্নিত

ষষ্ঠীর দুপুরে ধোঁয়া আতঙ্ক মেট্রোয়। দুপুর ২ টো নাগাদ একটি কামরার নিচ থেকে ধোঁয়া দেখা যায় বলে দাবি করেছেন যাত্রীরা। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠীর দুপুরে ধোঁয়া আতঙ্ক মেট্রোয়। দুপুর ২ টো নাগাদ একটি কামরার নিচ থেকে ধোঁয়া দেখা যায় বলে দাবি করেছেন যাত্রীরা। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে ঘোষণা করে যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় মেট্রোর তরফ থেকে।

ষষ্ঠীর দুপুরে ধোঁয়া-আতঙ্ক মেট্রো স্টেশনে! বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বিঘ্নিত

সোমবার। ষষ্ঠীর দুপুর। ভিড় বাড়ছে প্যান্ডেলগুলিতে। দক্ষিণের মানুষ যাচ্ছেন উত্তর কলকাতার প্যান্ডেলগুলিতে। আার উত্তরের মানুষজন যাচ্ছেন দক্ষিণ কলকাতার মণ্ডপ পরিদর্শন। তাড়াতাড়ি যাত্রার বড় মাধ্যম মেট্রো। তাই ভিড়ও হয়েছে অফিস টাইমের মতো। ( কারও কারও মতে ভিড় অফিস টাইমের থেকে বেশি)

সূত্রের খবর অনুযায়ী, দুপুর ২.১৫ নাগাদ দমদমগামী মেট্রোটি ঢোকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে। সেন্ট্রাল স্টেশনের বাইরেও রয়েছে একাধিক পুজো মণ্ডপ। বিশেষ করে কলেজ স্ট্রিট যাওয়া সহজ এই মেট্রো স্টেশন থেকে। ফলে স্টেশনে যেমন ভিড় ছিল, ঠিক তেমনই ভিড় ছিল ট্রেনেও।

সূত্রের খবর অনুযায়ী, ছটি কামরা স্টেশনে ঢোকার পর কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। কোনও কোনও যাত্রীর দাবি, তাঁরা আগুনের স্ফুলিঙ্গও দেখেছেন। এই সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে।

পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়ে মেট্রো কর্তৃপক্ষও। যাত্রীদের আতঙ্কিত না হতে মাইকিং করে পরামর্শ দেওয়া হয়। ধীরে ধীরে স্টেশন থেকে বেরনোর পরামর্শ দেওয়া হয়। এই সময় অনেক যাত্রীই বাইরে বেরিয়ে বাস ধরে গন্তব্য স্থলের দিকে যান।

ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এই আতঙ্কের জেরে মেট্রো চলাচলে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে। পরে অবশ্য মেট্রো চলাচল শুরু হয়। ঘটনাটি আদতে কী তা অবশ্য পরিষ্কার হয়নি।

তবে খবর পেয়েই ঘটনাস্থলে দমকল পৌঁছে যায় বলে জানা গিয়েছে।

পঞ্চমীতে দমদম মেট্রো স্টেশনেও বিভ্রাট দেখা গিয়েছিল বলে যাত্রীদের দাবি।

English summary
Metro services disrupted due to technical snag at Central Metro Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X