For Quick Alerts
For Daily Alerts
সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, বিপাকে নিত্যযাত্রীরা
ফের মেট্রো বিভ্রাট। সপ্তাহের প্রথম দিনে ব্যস্ততম সময়ে বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আধঘণ্টা পরে পরিষেবা স্বাভাবিক হয়।

মেট্রো সূত্রে খবরহ, সকাল নটা নাগাদ ক্ষুদিরাম মেট্রোস্টেশনের কাছে দমদমমুখী একটি মেট্রোর রেকে যান্ত্রিক দেখা দেওয়ায় গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ এবং ডাউন লাউনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আপ এবং ডাউন দুদিকেই দাঁড়িয়ে যায় একাধিক ট্রেন। এই সময় টালিগঞ্জ থেকে দমদমের মধ্যে পরিষেবা স্বাভাবিক ছিল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রোয় বিভ্রাটের জেরে প্রতিকূলতার মুখে পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই মেট্রো থেকে বেরিয়ে বাস ধরেন।