For Quick Alerts
For Daily Alerts
অবশেষে কলকাতায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা
অবশেষে শহর কলকাতায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। লকডাউনের চতুর্থ দফায় স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে খবর, দীর্ঘদিন পর মেট্রো পরিষেবা সচল করার সিদ্ধান্ত নেওয়া হলেও মানতে হবে একগুচ্ছ বিধি নিয়ম। মেট্রোরেলে ওঠার আগে প্রত্যেক যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হবে থার্মাল গানের মাধ্যমে। এছাড়াও মানতে হবে সোশাল ডিস্টেন্স এর সমস্ত নিয়মাবলী। আপাতত পরিষেবা চালু হলেওখুবই কম সংখ্যক যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল।
সূত্রের খবর, আগে যেখানে সপ্তাহে ৬ লক্ষ যাত্রী পরিবহন করা হতো, সেখানে যাত্রী সংখ্যা কমিয়ে দু'লক্ষ করার টার্গেট নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এছাড়াও থাকবে একাধিক নিয়মাবলী।