৪ দিনে দ্বিতীয়বার! ব্যস্ত সময়ে ফের মেট্রোয় ঝাঁপে যাত্রী দুর্ভোগ
সোমবারের পর ফের বৃহস্পতিবার। ফের মেট্রোয় মরণ ঝাঁপ। বৃহস্পতিবার অফিস টাইমে বেলগাছিয়া মেট্রোস্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেওয়া ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টার জেরে ডাউন এবং আপ লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯.২৪ নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

আপ লাইনে অর্থাৎ দমদমগামী লাইনে স্টেশনে ট্রেন ঢোকার সময় এক যুবক লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনে পাওয়ার ব্লক করে দেন চালক। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। বছর ছাব্বিশের যুবককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য দমদম ও গিরিশ পার্কের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে শহরের দক্ষিণ অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। এই সময়ে গিরিশ পার্ক ও নিউ গড়িয়ার মধ্যে স্বাভাবিকভাবেই মেট্রো চলাচল করে। তবে কাজ দিনে, ব্যস্ত সময়ে এই ঘটনায় বিপাকে পড়ন নিত্যযাত্রীরা। মেট্রো থেকে বেরিয়ে বাস ধরার চেষ্টা করতে থাকেন তাঁরা।
৪ দিনে দ্বিতীয়বার মেট্রোয় আত্মহত্যার চেষ্টার পুনরাবৃত্তি।