For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল ক্ষতির মুখে মেট্রো রেল! পেশ হতে চলেছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব

আয়ের তুলনায় ব্যয় অত্যন্ত বেশি। খরচ সামলাতে না পেরে এবার রেল বোর্ডের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

আয়ের তুলনায় ব্যয় অত্যন্ত বেশি। খরচ সামলাতে না পেরে এবার রেল বোর্ডের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, ন্যূনতম ভাড়া ৫ থেকে ১০ টাকা করার প্রস্তাব দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এছাড়াও ক্ষতি সামলাতে স্টেশনগুলিতে বিকল্প আয়ের ভাবনাও ভেবেছে কর্তৃপক্ষ।

প্রবল ক্ষতির মুখে মেট্রো রেল! পেশ হতে চলেছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। বর্তমাতে মেট্রোয় ১০০ টাকা আয় করতে গিয়ে ব্যয় হয় প্রায় ২৬৮ টাকা। যা সামাল দেওয়া যে কোনও সরকারি সংস্থার পক্ষেই কঠিন কাজ।

শেষ বার মেট্রোতে ভাড়া বেড়েছিল ২০১৩-তে। তবে সেবার ন্যূনতম ভাড়া বাড়ানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী এবার প্রত্যোকটি স্টেজেই ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে চলেছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক কালে বাসের ভাড়া হয়েছে ন্যূনতম ৭ টাকা। কিন্তু মেট্রোতে এখনও ন্যূনতম ভাড়া ৫ টাকাই রয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী ৫ টাকার স্টেজে আগে থেকেই ভিড় হত। বাসের ভাড়া বেড়ে যাওয়ার পর এই ভিড় অনেকটাই বেড়েছে।

এছাড়াও রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক খরচও বৃদ্ধি পাচ্ছে। ফলে ভাড়া বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে বলেই মত কর্তৃপক্ষের।

ভাড়া বৃদ্ধি ছাড়াও বিকল্প আয়ের পথও খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনে এটিএম, ওষুধের দোকান কিংবা খাবারের স্টল দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। তবে এবিষয়ে বিশেষজ্ঞ গোষ্ঠীর সাহায্য নেবে মেট্রো কর্তৃপক্ষ।

English summary
Metro Railway authirity is sending proposal for increase of fare to the Rail Board
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X