মেট্রোয় এখন কড়া নিয়ম, প্রথম দিনেই ১হাজার টাকা জরিমানা এক যাত্রীকে
মেট্রোর দরজায় হাত আটকে যাত্রী মৃত্যু পর এবার নড়েচড়ে বসেছে কলকাতা মেট্রো রেল। জানা গিয়েছে, জোর করে মেট্রোর দরজা আটকালে অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে করা দাওয়াইয়ের পথেই হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। এদিন একজনের জরিমানাও করা হয়েছে বলে খবর। ১ হাজার টাকা জরিমানা হয় এক যুবকের।

বলা হয়েছে, অভিযুক্তদের জরিমানার পাশাপাশি হাজতবাসের সাজা হতে পারে। আবার ঘটনার গুরুত্ব বুঝে দুই-ই-হতে পারে। মেট্রোরেল সূত্রে খবর, জরিমানার অঙ্ক পাঁচশো টাকা হলেও অপরাধের গুরুত্ব দেখে তা এক হাজার টাকাও হতে পারে। এছাড়া সর্বোচ্চ ছয় মাসের জেলও হতে পারে।
মেট্রোরেলের এই আইন নিয়ে অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলছেন, মেট্রো কর্তৃপক্ষ নিজেদের ব্যর্থতা ঢাকতেই ঘুরিয়ে যাত্রীদের কাঁধেই দায়িত্ব চাপাতে চাইছে। আবার অনেকে মনে করছেন, কড়া নিয়ম থাকলে অনেকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে যাবেন না। যার ফলে দুর্ঘটনার ঘটনাও কমে আসবে।