For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার বন্ধ মেট্রো পরিষেবা ! কারণ জানলে নিজেকেই দুষবেন যাত্রীরা

মেট্রোর চাকা থেকে আগুনের ফুলকি কিংবা তৃতীয় লাইনে ধোঁয়া থেকে আগুন। প্রায়ই কলকাতা মেট্রোয় ঘটছে এই ধরনের ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, ২ মাসে ১৮ বার এই ধরনের ঘটনা ঘটেছে।

  • |
Google Oneindia Bengali News

মেট্রোর চাকা থেকে আগুনের ফুলকি কিংবা তৃতীয় লাইনে ধোঁয়া থেকে আগুন। প্রায়ই কলকাতা মেট্রোয় ঘটছে এই ধরনের ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, ২ মাসে ১৮ বার এই ধরনের ঘটনা ঘটেছে। যাত্রীরাও আতঙ্কিত। যদিও যেকারণ সামনে এসেছে, তাতে এই ঘটনায় কার্যত দায়ী যাত্রীরাই। খাবারের প্যাকেট, জলের বোতল কিংবা চিপসের প্যাকেটকে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মোকাবিলায় যাত্রী সচেতনতার ওপর জোর দেওয়া হয়েছে।

বারবার বন্ধ মেট্রো পরিষেবা ! কারণ জানলে নিজেকেই দুষবেন যাত্রীরা

মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রত্যেকটি ঘটনা ধরে কারণ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে ২ মাসে ১৮ টি ঘটনার মধ্যে ১৪ টি ঘটনায় আগুন কিংবা ধোঁয়ার প্রাথমিক কারণ খাবারের প্যাকেট, জলের বোতল কিংবা চিপসের প্যাকেট।

অনেকযাত্রীই ব্যাগে করে খাবারের প্যাকেট, জলের বোতল কিংবা চিপসের প্যাকেট নিয়ে ট্রেনে ওঠেন। ওইসব জিনিস কোনও নিষিদ্ধ বস্তুর তালিকায় নেই। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীরা স্টেশনে কিংবা ট্রেনে বসে ওইসব জিনিস খান আর তা লাইনে ফেলে দেন। এরপর লাইনে ঘর্ষণে আগুনের ফুলকি কিংবা ধোঁয়া বের হতে দেখা যায়।

ব্যস্ত সময়ে মেট্রোতে বারবারই পরিষেবায় বিঘ্ন ঘটছে। পরিষেবা পুরো কিংবা আংশিক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বিপাকে পড়ছেন নিত্যযাত্রীরাও। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ঘটনার পর যখন মেট্রো কর্মী থেকে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান, সেখানে খাবারের প্যাকেট, জলের বোতল কিংবা চিপসের প্যাকেট পাওয়া যায়।

এছাড়াও অন্য কারণও জানা গিয়েছে। লাইনে এয়ার গ্যাপ থাকার কারণে স্পার্ক হচ্ছে বলে জানা গিয়েছে। এসব বাদ দিয়ে যান্ত্রিক কারণও রয়েছে। থার্ড রেল কারেন্ট কানেক্টর পুরনো হয়ে যাওয়াতেও এই ঘটনা ঘটছে। এর মোকাবিলায় আধুনিক ফিউজ লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
Metro rail authority gave reasons behind sparking on their rail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X