For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মেট্রোয় আটকাল যাত্রীর হাত! ফিরল সজল কাঞ্জিলালের স্মৃতি

  • |
Google Oneindia Bengali News

প্রৌঢ় সজল কাঞ্জিলালের জীবনের বিনিময়েও সম্বিত ফিরল না। ফের দরজায় আটকে গেল যাত্রী হাত। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল ৮.৪৭-এ ঘটনাটি ঘটে নেতাজি ভবন স্টেশনে। আরপিএফ-এর তৎপরতায় যাত্রীর প্রাণ রক্ষা হয় বলে জানা গিয়েছে।

ফের মেট্রোয় আটকাল যাত্রীর হাত! ফিরল সজল কাঞ্জিলালের স্মৃতি

তবে এদিনের ঘটনাটি ১১ দিন আগের সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনার মতো ছিল না। এদিন যাত্রী কামরার ভিতরে ছিলেন। স্টেশন থেকে একটি কামরার পুরো অংশ এবং একটির অর্ধেক অংশ বেরিয়ে যাওয়ার পর থামানো হয়।

দরজায় হাত আটকে প্রৌঢ় সজল কাঞ্জিলালের মৃত্যুর পর মেট্রোর তরফ থেকে জানানো হয়েছিল কেউ যদি সজল কাঞ্জিলালের মতো জোর করে মেট্রোয় ওঠার চেষ্টা করেন, তাহলে জরিমানা আদায় করা হবে। সেক্ষেত্রে জরিমানা দিতে হবে ৫০০ টাকা করে। এই সতর্কতা এবং জরিমানা কথা যে এখনও যাত্রীদের কানে যায়নি, তা এদিনের ঘটনা থেকেই পরিষ্কার।

শেষ সময়ে মেট্রো স্টেশনে পৌঁছনোই হোক, কিংবা ভিড়ে ঠাসা মেট্রো, দরজা বন্ধ হওয়ার সময় হাত কিংবা পা ঢুকিয়ে দিয়ে অনেকেই উঠে পড়তে চান। সেই ধরনের ঘটনা আটকাতে চায় মেট্রো কর্তৃপক্ষ। এক্ষেত্রে সরাসরি স্টেশন মাস্টারের ঘর থেকে নজরদারি চালানো হচ্ছে। সঙ্গে আরপিএফকে আরও সক্রিয় থাকতেও বলা হয়। এদিন আরপিএফ-এর সক্রিয়তায় যাত্রী প্রাণে রক্ষা পান। এদিন চালকও সতর্ক ছিলেন।

English summary
Metro passanger's hand is stucked again, Sajal Kanjilal's death picture comes again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X