For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা! স্ক্রুটনিতে নম্বর বাড়িয়ে পর্ষদকে ‘বার্তা’ পড়ুয়াদের

মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাধ্যমিকের মেধা তালিকা বদলে গেল। আর ছ-জন ঢুকে পড়ল মেধা তালিকায়। এক ধাক্কায় ৫৬ থেকে বেড়ে মেধা তালিকায় স্থান করে নিল ৬২ জন ছাত্রছাত্রী। বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটনির ফলাফল। আর সেই ফলাফল প্রকাশের পর বোর্ডের ত্রুটিহীন রেজাল্ট এখন প্রশ্নের মুখে। এদিন নম্বর বাড়ল সাত হাজারেরও বেশি আবেদনকারীর।

বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা! ‘বার্তা’ পর্ষদকে

মোট ১১ লক্ষ পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের নম্বরের ভিত্তিতে প্রথম দশের তালিকা প্রকাশ করেছিল পর্ষদ। মোট ৫৬ জন স্থান পেয়েছিল এই তালিকায়। তাঁদের সবাইকে পুরষ্কৃত করেছে রাজ্য সরকার। এবার আরও ছজন মেধা তালিকায় স্থান করে নেওয়ায়, তাদেরও পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছে রাজ্য। তাদের বাড়িতে পুরষ্কার পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

একাদশতম বা দ্বাদশতম স্থানে থাকা ছাত্রছাত্রীদের ১ বা ২ নম্বর বেড়েছে। ফলে তারা নবম ও দশম স্থানে উঠে এসেছে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মোট ৩৩ হাজার ১৬৬ জন আবেদন করেছিল। তাদের ফলাফল এদিন প্রকাশ পেল। মোট ২৩.২৩ শতাংশ পরীক্ষার্থীর নম্বর বাড়ল।

উল্লেখ্য, গত ৬ জুন মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছিল। ৬৮৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিল জলপাইগুড়ির সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। এবারও রিভিউ ও স্ক্রুটনির আবেদন জমা পড়ে। কিন্তু এবার প্রয়োজনের তুলনায় অনেক বেশিসংখ্যক ছাত্রছাত্রীর নম্বর বেড়েছে। উল্লেখ্য, উচ্চমাধ্যমিকেও ৬ হাজার পরীক্ষার্থীর নম্বর বেড়েছিল। চারজন স্থান করে নিয়েছিল মেধাতালিকায়।

English summary
Merit list of Madhyamik result is changed due to scrutiny. More six students take place in merit list of Madhyamik Result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X