For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SSC নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ঢুকে পড়ল গান্ধী পরিবার! তাৎপর্যপূর্ণ বার্তা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

SSC নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ঢুকে পড়ল গান্ধী পরিবার! তাৎপর্যপূর্ণ বার্তা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ এসএসসিতে (ssc) নিয়োগ নিয়ে দুর্নীতি। তারই শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (abhijit ganguly) এজলাসে। কিন্তু সেখানে এদিন উঠে এল নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরদের (dog) জন্য আলাদা ফ্ল্যাটের কথা। যা নিয়ে বিচারপতি মন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) প্রশ্ন করেন, তাঁর মক্কেল কি সম্পত্তি নিয়ে কোনও হলফনামা দেবেন? এই সময় বিচারপতি মুখে উঠে আসে গান্ধী পরিবারের (Gandhi family) কথাও।

নাকতলায় কুকুরদের জন্য আলাদা ফ্ল্যাট

নাকতলায় কুকুরদের জন্য আলাদা ফ্ল্যাট

চলছে গুরুগম্ভীর মামলা, দুর্নীতির মামলা। যা কিছুটা হাল্কা করতে অন্য বিষয়ও টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন অ্যালসেশিয়ানের নামে কোথায় ফ্ল্যাট রয়েছে? তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন তাঁর মক্কেল কি সম্পত্তি নিয়ে হলফনামা দেবেন? এই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি বিতর্কের। সেই সময় বিচারপতি বলেন, এটা প্রয়োজন, কেননা আইনের ছাত্র হিসেবেই তিনি একথা বলছেন।

রাজনৈতিক নেতাদের আয়ের উৎস কী?

রাজনৈতিক নেতাদের আয়ের উৎস কী?

বিচারপতি গাঙ্গুলি প্রশ্ন করেন, রাজনৈতিক নেতাদের এত সম্পত্তি কী ভাবে সম্ভব, আয়ের উৎসই বা কী?

 সুযোগ পেলে জানতে চাইবেন গান্ধী পরিবারের আয়ের উৎস

সুযোগ পেলে জানতে চাইবেন গান্ধী পরিবারের আয়ের উৎস

এসএসসি নিয়ে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যদি কোনও দিন সুযোগ পান, তাগলে গোটা গান্ধী পরিবারের আয়ের উৎস তিনি জানতে চাইবেন। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়, রাহুল গান্ধীর পরিবারের অর্থের উৎস কী, তাঁরা এত টাকা কোথায় পান?
আইনদীবীদের একাংশ বলছেন, বিচারপতি গান্ধী পরিবারের প্রসঙ্গ টেনেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু তাঁর প্রশ্নের উদ্দেশ্য রাজনীতিতে থেকে নেতানেত্রীদের অনেকের কামাই নিয়ে। এব্যাপারে বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের কোনও তুলনাই টানতে চাননি।

নিজের অবস্থা নিয়ে গর্ব আছে পার্থ চট্টোপাধ্যায়ের

নিজের অবস্থা নিয়ে গর্ব আছে পার্থ চট্টোপাধ্যায়ের

বহুজাতিক সংস্থায় বড় পদ ছেড়ে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। এব্যাপারে তাঁর গর্ব রয়েছে। তিনি বলেছেন, যে চাকরি তিনি করতেন, তা ছেড়ে আসতে অনেককেই ভাবতে হয়। সেটা তিনি করতে পেরেছিলেন। পাশাপাশি এও দাবি করেছিলেন প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকতেও তিনি দুর্নীতিতে যুক্ত নন।

ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও রকম সমঝোতা নয়, প্রধানমন্ত্রীকে দেশ রক্ষা করতে হবে, বললেন রাহুল গান্ধী ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও রকম সমঝোতা নয়, প্রধানমন্ত্রীকে দেশ রক্ষা করতে হবে, বললেন রাহুল গান্ধী

English summary
Mentioning Gandhi family Justice Abhijit Ganguly questions Partha Chatterjee's property
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X