For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ৩০-৪৫ দিনের মধ্যে মেঘালয়ের সর্বত্র তৃণমূলের পতাকা! কলকাতা এসে কংগ্রেস ত্যাগের কারণ জানালেন মুকুল সাংমা

আগামী ৩০-৪৫ দিনের মধ্যে মেঘালয়ের সর্বত্র তৃণমূলের পতাকা! কলকাতা এসে কংগ্রেস ত্যাগের কারণ জানালেন মুকুল সাংমা

  • |
Google Oneindia Bengali News

সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে কথাবার্তা চালিয়ে শেষ পর্যন্ত নভেম্বরের শেষে গিয়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন মেঘালয়ের (Meghalaya) প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। সঙ্গে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের (Congress) আরও ১১ বিধায়ক। এবার কলকাতায় বসে মুকুল সাংমা দাবি করলেন, আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে মেঘালয়ের সর্বত্র তৃণমূলের পতাকা উড়বে।

কংগ্রেস কর্মীরা হতাশ

কংগ্রেস কর্মীরা হতাশ

কেন এতদিন কংগ্রেস করেও শেষে কেন তৃণমূলে যোগদান, এই প্রসঙ্গে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, শুধু মেঘালয় নয়, দেশ জুড়ে হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ। তাদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন কংগ্রেসে এই মুহূর্তে আশার আলো নেই। তিনি আরও দাবি করেছেন আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে মেঘালয়ের সর্বত্র তৃণমূলের পতাকা উড়বে।

তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংগ্রোপ

তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংগ্রোপ

তৃণমূল ইতিমধ্যেই মেঘালয়ে সংগঠন তৈরির কাজ শুরু করেছে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেঘালয় তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে বিধানসভার প্রাক্তন স্পিকার চার্লস পিংরোপকে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে টুইট করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। অন্যদিকে মুকুল সাংমা বিধানসভায় তৃণমূল দলের নেতা মনোনীত হয়েছেন।

মুকুল সাংমাকে দিয়ে উত্তর-পূর্বে তৃণমূলের সম্প্রসারণ!

মুকুল সাংমাকে দিয়ে উত্তর-পূর্বে তৃণমূলের সম্প্রসারণ!

সূত্রের খবর অনুযায়ী, মুকুল সাংমাকে দিয়ে তৃণমূল উত্তর-পূর্বে সম্প্রসারণের অঙ্ক কষছে। কেননা ইতিমধ্যেই ওই নেতা দাবি করেছেন, তাঁর তৃণমূলে যোগদানে এলার রাজনৈতিক পরিস্থিতিই বদলে যাবে। তিনি ইঙ্গিত করেছেন, অন্য ছোট রাজ্যের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে। সেইসব নেতারা তাঁর (মুকুল) সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁরাই নিজের নিজের রাজ্য নতুন কিছু খুঁজছেন।
তৃণমূলের বিস্তার সম্পর্কে তিনি বলেছেন, খেলায় একটি নতুন দল থাকলে ভাল, কেননা তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। তিনি বলেছিলেন কোনও বিশ্রাম নয়, ২০২২ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৪ নভেম্বর তৃণমূলে যোগদান

২৪ নভেম্বর তৃণমূলে যোগদান

গত বুধবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল সাংমা। সঙ্গে আরও ১১ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্যে প্রধান বিরোধী কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়ে। অন্যদিকে তৃণমূল রাজ্য বিরোধী দল হিসেবে দাবি করেছে। অন্যদিকে এনডিএ জোটের বিধায়ক সংখ্যা ৪০। মুকুল সাংমা সেই সময়ই বলেছিলেন, দেশে বিরোধী দল হিসেবে কাজ করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। প্রসঙ্গত ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
There is no hope in congress, Mukul Sangma claims on his joining in TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X