For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে পুলিশি বর্বরতার বিরুদ্ধে আজ মহামিছিল মহানগরীতে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

যাদবপুর
কলকাতা, ২০ সেপ্টেম্বর: আজ মহামিছিলে গর্জে উঠবে মহানগরী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিশি বর্বরতার নিন্দা করে শনিবার ডাক দেওয়া হয়েছে মহামিছিলের। শনিবার দুপুর দু'টোয় নন্দর চত্বর থেকে শুরু হবে এই মিছিল। শেষ হবে রাজভবনের সামনে। সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে। গতকালই তাঁদের ডেকে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। বিশ্বস্ত সূত্রে খবর, মঙ্গলবার রাতের পুলিশি বর্বরতার কথা পড়ুয়ারা সবিস্তারে জানাবেন রাজ্যপালকে। প্রসঙ্গত, এই মহামিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই শুধু নয়, পা মেলাবেন সমাজের সর্বস্তরের মানুষ। কলকাতা ও শহরতলির বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরাও শামিল হবেন মিছিলে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিটলারি কায়দায় পুলিশি হামলা, আলো নিভিয়ে শ্লীলতাহানি
আরও পড়ুন: পুলিশ মারেনি, সাফাই কমিশনারের! উনি 'তৃণমূলের ক্যাডার, চাটুকার', পাল্টা বিরোধীদের
আরও পড়ুন: ছাত্ররা সরল, বুঝিয়ে সামলাতে হয়, যাদবপুরে পুলিশি হামলার নিন্দায় সরব মন্ত্রী

একই ইস্যুতে এ দিন সন্ধেবেলা টালা পার্ক থেকে বেলগাছিয়া মোড় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে এসএফআই-ডিওয়াইএফআই। যদিও এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এই বামপন্থী সংগঠন দু'টি চ্যালেঞ্জ করেছে পুলিশকে।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন অধ্যাপক। এঁদের দাবি, ছাত্র আন্দোলনের জেরে ক্ষতি হচ্ছে পঠনপাঠনে। তাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশ ক্যাম্প বসানোর অনুমতি দিক আদালত। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আর্জিকে সমর্থন করেছেন।

কিন্তু আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী অরুণাভ ঘোষ এর বিরোধিতা করে বলেছেন, ছাত্ররা ন্যায্য দাবি জানিয়েছিল কর্তৃপক্ষের কাছে। কোনও অন্যায় করেনি বা ইচ্ছে করে গোলমাল পাকায়নি। তা ছাড়া যে অধ্যাপকরা ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্কই নেই। তাই এঁদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশবাবু ও অরুণাভবাবু। সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় পুলিশ ক্যাম্প বসানোর আর্জি খারিজ করে দেন। বরং রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে হলফনামা পেশের নির্দেশ দেন।

English summary
Mega rally today in Kolkata against oppression of JU students during midnight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X