For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নয় উপনির্বাচনে CPIML-এর সমর্থন CPIM প্রার্থীকে! বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক সেলিমের

তৃণমূল নয় উপনির্বাচনে CPIML-এর সমর্থন CPIM প্রার্থীকে! বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক সেলিমের

  • |
Google Oneindia Bengali News

বিজেপি (BJP) তথা মোদীকে (Narendra Modi) হারাতে মমতার (Mamata Banerjee) হাত ধরতে চাওয়া সিপিআইএমএল (CPIML) নেতা দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) বিধানসভার উপনির্বাচনে (Byelection) বাম প্রার্থীকে জয়ী করার আহ্বান জানালেন। এই আহ্বানকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজ্য সিপিএম (CPIM)-এর সম্পাদক মহঃ সেলিম (Md Salim)।

বামেদের ভোট দিতে আহ্বান সিপিআইএমএল-এর

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সেই নির্বাচনে বামেদের প্রার্থী সায়রা শাহ হালিম। এদিন সিপিআইএম-এর নেতা দীপঙ্কর ভট্টাচার্য এই কেন্দ্রে বামেদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে শুধুমাত্র দীর্ঘদিনের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় মৃত্যু ফলে আসন শূন্য হওয়ার জন্য নয়। এই বিধানসভা নির্বাচনে প্রত্যেক ভোটারের উচিত বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে নিজেদের মর্যাদা জাহির করা। সেখানে তিনি আরও বলেছেন, ২০২১-এর মে মাসে তৃণমূল যে জনাদেশ পেয়েছিল তার অপমান যেন না হয়।

তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে নিশানা

যাঁরা রাজ্য রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁদেরকে উদ্দেশ্য করে অপর একটি টুইটে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আর কেউ নন, প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। যিনি বিজেপি থাকার সময়ে যথেষ্টই কুখ্যাতি অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন ২০২১-এর নির্বাচনে তিনি টালিগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।

স্বাগত জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক

স্বাগত জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক

সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি দীপঙ্কর ভট্টাচার্যের টুইটকে ট্যাগ করে লিখেছেন সায়রা শাহ হালিমকে সমর্থনের জন্য ধন্যবাদ। তিনি বলেছেন, সাম্প্রদায়িক বিজেপি ও আরএসএস-এর এজেন্ট তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে উৎখাত করতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তিনি আরও বলেছেন আসানসোল দাঙ্গার কাণ্ডারী এবং এনআরসি-সিএএ বিরোধীদের সাম্প্রদায়িক বলে আক্রমণকারী দলবদলু হাওয়ামোরগকে একটিও ভোট নয়।

বিধানসভায় নির্বাচনের সময় থেকে অবস্থান পরিবর্তন?

বিধানসভায় নির্বাচনের সময় থেকে অবস্থান পরিবর্তন?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, তাহলে কি বিধানসভা নির্বাচনের সময় থেকে অবস্থান পরিবর্তন সিপিআইএমএল-এর? কেননা ২০২১-এর নির্বাচনে যে সময় রাজ্যে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট তৃণমূল ও বিজেপি, দুই শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সময় সিপিআইএমএল বলেছিল তাদের শত্রু একজনই, বিজেপি। পরবর্তী সময়ে তিনি বলেছিলেন. বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে ভোটে লড়াই করলে ভোটের ফল হয়তো অন্যরকম হতো। এই মুহূর্তে বাংলায় বামপন্থীদের প্রধান কাজ বিজেপিকে রাজ্যে তৃতীয় শক্তিতে পরিণত করা বলেছিলেন তিনি। গণ আন্দোলনের মধ্যেই দিয়েই রাজ্যে বামশক্তির পুনরুত্থান সম্ভব বলে মন্তব্য করেছিলেন তিনি।

মাথা উঁচু করে ইডির সামনে অভিষেক! আর শুভেন্দু...... বিস্ফোরক কুণাল ঘোষ মাথা উঁচু করে ইডির সামনে অভিষেক! আর শুভেন্দু...... বিস্ফোরক কুণাল ঘোষ

English summary
Md Salim appreciates standpoint of CPIML's Dipankar Bhattacharya to support CPIM's Ballygunge candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X