For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার রহস্য পুরসভার অন্দরেই, জল্পনা উসকে দিলেন মেয়র

কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার পিছনে রয়েছে পুরসভার কোন আধিকারিক বা কর্মীর হাত। সোমবার পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে সব জল্পনা উসকে দিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র

  • By Abheek
  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার পিছনে রয়েছে পুরসভার কোন আধিকারিক বা কর্মীর হাত। সোমবার পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে সব জল্পনা উসকে দিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

 কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার রহস্য পুরসভার অন্দরেই, জল্পনা উসকে দিলেন মেয়র

এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে তিনি আরও বলেন, যেহেতু পুরসভা এবং সরকারের ভাবমূর্তি প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তাই ইতিমধ্যেই অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নিউমার্কেট থানা ও লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান হয়েছে। যদিও এই ফর্ম প্রকাশ্যে আসতেই তা সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্বন্ধ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিন মেয়রের কথায়, এনিয়ে কোনও সন্দেহ নেই যে কর্পোরেশনের মধ্যের কোনও আধিকারিক বা কর্মী এ কাজটি করেছেন। তাকে চিহ্নিত করা হোক, তারপর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা জানা যাবে।
উল্লেখ্য, ঠিক যখন 'কাগজ আমরা দেখাবো না' শব্দে গর্জে উঠছে গর্জে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে রাজ্যের শাসক থেকে বিরোধী। ঠিক তখনই পুরসভার ওয়েবসাইট এএনপিআর-এর ফ্রম প্রকাশ হওয়াতেই স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত দুদিন ধরে কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঘুরতে থাকা এএনপিআর ফর্ম তৈরি করে দিয়েছিল এক নতুন জল্পনা। যা নিয়ে প্রবল বিতর্কের দানা বাঁধে। এদিন সেই বিতরকের অবসান ঘটলেও জল্পনা যেন আরও উসকে দিলেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
English summary
Mayor Firhad Hakim speaks on KMC's website hack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X