For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপালকে এড়িয়েই ব্যবস্থা! কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানো হতে পারে মেয়র ফিরহাদকেই

কলকাতা পুরসভার মেয়াদ ফুরোতে চলেছে ৭ মে। এরপরে কি অর্ডিন্যাস জারি করে পরবর্তী ব্যবস্থা নাকি অন্য কিছু, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার মেয়াদ ফুরোতে চলেছে ৭ মে। এরপরে কি অর্ডিন্যাস জারি করে পরবর্তী ব্যবস্থা নাকি অন্য কিছু, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসক পদে বসাতে চান মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ চলছে বলে জানা গিয়েছে। এই কাজে রাজ্যপালকে এড়িয়েই কাজ করার পরিকল্পনা চলছে।

কলকাতা পুরসভার মেয়াদ বৃদ্ধি জরুরি

কলকাতা পুরসভার মেয়াদ বৃদ্ধি জরুরি

মার্চে কলকাতা পুরসভার নির্বাচনে নিয়ে আলোচনার মধ্যেই দেশব্যাপী লকডাউন চালু হয়ে যায়। ফলে তখনই কার্যত স্থির হয়ে যায় এবার নির্দিষ্ট সময়ে নির্বাচন হচ্ছে না। কিন্তু কলকাতা পুরসভা পরিচালনায় সেরকম কিছু লেখা না থাকায় তার কার্যকারীতা জারি রাখতে হবে। তবে সেক্ষেত্রে অর্ডিন্যান্স নাকি অন্য কিছু তা নিয়ে জল্পনা তুঙ্গে। নবান্ন সূত্রে খবর, কলকাতার পুর পরিষেবা সচল রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত একরমক পাকা।

 মুখ্যমন্ত্রীর পছন্দ ফিরহাদ

মুখ্যমন্ত্রীর পছন্দ ফিরহাদ

নবান্ন সূত্রে খবর বর্তমান পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার প্রশাসক পদে বসাতে চান। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যপালকে এড়িয়ে পরিকল্পনা

রাজ্যপালকে এড়িয়ে পরিকল্পনা

সাধারণভাবে প্রশাসক নিয়োগ করতে গেলে রাজ্য সরকারকে অর্ডিন্যান্স জারি করতে হয়। কিন্তু এতে রাজ্যপালের সম্মতি লাগবে। অন্যদিকে বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তাই বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করছে রাজ্য সরকার। এব্যাপারে আইনজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন অর্ডিন্যান্স আনা হচ্ছে না। এব্যাপারে পুর দফতর থেকে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের জন্য একজিকিউটিভ অর্ডার জারি করতে হবে। যা আইনে রয়েছে বলে দাবি পুরমন্ত্রীর।

সিদ্ধান্ত নিতে হবে ৬ মে-র মধ্যে

সিদ্ধান্ত নিতে হবে ৬ মে-র মধ্যে

তবে কলকাতা পুরসভা নিয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা নিতে হবে ৬ মের মধ্যে। কেননা বর্তমান নিয়মে কলকাতা পুরসভার কার্যকাল ৭ মে পর্যন্ত।

English summary
Mayor Firhad Hakim may be the Administrator of KMC after its term ends on Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X