For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ! মতুয়া মহাসংঘের আন্দোলনে সমর্থন তৃণমূলের, দেখুন ভিডিও

অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ বিতর্কে বুধবার সকাল থেকে রেল অবরোধ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেল স্টেশনে। অবরোধে নেমেছে মতুয়া মহাসংঘ।

  • |
Google Oneindia Bengali News

অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ বিতর্কে বুধবার সকাল থেকে ঠাকুরনগর-সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেল স্টেশনে। অবরোধে নেমেছে মতুয়া মহাসংঘ। জেলার নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, অসমে যে চল্লিশলক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে ১২ লক্ষের বেশি মানুষ মতুয়া সম্প্রদায় ভুক্ত।

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ! মতুয়া মহাসংঘের আন্দোলনে সমর্থন তৃণমূলের, দেখুন ভিডিও

৩০ জুলাই অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার খবর সামনে আসার পর বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, বিজেপি যদি কোনও দিন এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করা হবে। এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেরও ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিলেন মতুয়া মহাসংঘের বড়মা। এই মন্তব্যের প্রতিবাদেই বুধবার ভোর থেকে উত্তর ২৪ পরগনায় মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর-সহ বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু করেন মতুয়া মহাসংঘের সদস্যরা।

মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, অসমের এনআরসি ইস্যুতে মতুয়া মহাসংঘের আন্দোলনে পাশেই রয়েছে তৃণমূল।

মতুয়া মহাসংঘের তরফে জানানো হয়েছে, বিভিন্ন স্টেশনে রেল অবরোধের পাশাপাশি দুপুরে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেবে তারা। পরবর্তী সময়ে জেলার বিভিন্ন মহকুমা শাসকের দফতরেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।

English summary
Matua Mahasangh in the movement over the NRC comments by BJP's Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X