সন্তোষপুর লেক পল্লীর থিম ভাবনায় এবার মাটির কান্না, তুলে ধরা হয়েছে কুমোরপাড়াকে
হঠাৎ করেই পুরো পরিস্থিতি কেমন বদলে গেল এই করোনা ভাইরাস মহামারির জেরে। গত মার্চ মাস থেকে চলা লকডাউনে সাধারণ মানুষের পাশাপাশি তার প্রভাব পড়েছে মৃৎশিল্পীদের ওপরও। বিভিন্ন পুজো পার্বনে তাদের গড়া মূর্তির চাহিদা অন্যান্য বছর যেমনটা থাকে, এ বছর ঠিক তা হয়নি। ফলে আর্থিকভাবে প্রচুর লোকসান হয়ে গিয়েছে মৃৎশিল্পীদের। এবার তাঁদের সেই দুঃখের কাহিনীকেই তুলে ধরা হয়েছে সন্তোষপুর লেক পল্লীর পুজো ভাবনায়।

তাদের থিমের নাম মাটির কান্না। গোটা কুমোরপাড়াই যেন উঠে এসেছে মণ্ডপে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যে এই মহামারিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মৃৎশিল্পীদের ওপর। সারা বছরই তাঁরা এই পুজোর মরশুমের দিকে চেয়ে থাকেন। কিন্তু এ বছর পরিস্থিতি এতটাই খারাপ যে তাঁদের কোনও উপার্জনই সেভাবে হয়নি। তাই তাঁদের দুর্দশাকেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মণ্ডপের চারদিকেই রয়েছে বিভিন্ন মূর্তি, কোনওটা সম্পূর্ণ আবার কোনওটা অসম্পূর্ণ। মণ্ডপে আসলেই বোঝা যাবে এক টুকরে কুমোরটুলি যেন উঠে এসেছে লেক পল্লীর মণ্ডপে, থিমের পাশাপাশি রাজ্য সরকারের কোভিড বিধি ও হাইকোর্টের নির্দেশও মেনে চলবে তারা। দূর থেকেই যাতে মণ্ডপ ও প্রতিমা দর্শন করা যায় তারই ব্যবস্থা করছে পুজো কমিটি।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে More DURGA PUJA News