For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ মামলায় বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল! বিপদ বাড়ল বিজেপির শোভন, মুকুলের

মুকুল রায়ের নির্দেশেই তিনি এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন তৎকালীন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআই-এর তলবে এদিন তিনি দমদম বিমানবন্দর হয়ে কলকাতায় আসেন

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়ের নির্দেশেই তিনি আইপিএস এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন তৎকালীন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআই-এর তলবে এদিন তিনি দমদম বিমানবন্দর হয়ে কলকাতায় আসেন। সেখানেই তিনি এই কথা বলেন বলে সূত্রের খবর। মুকুল রায় টাকা না নিলেও তিনি অপরাধী, মন্তব্য করেছেন ম্যাথু। তিনি কার্যত বোঝানোর চেষ্টা করেছেন তিনি টাকা না নিলেও ঘুরপথে তা নিয়েছে।

সরাসরি টাকা নেননি মুকুল

সরাসরি টাকা নেননি মুকুল

মুকুল রায় এসএমএইচ মির্জাকে টাকা দেওয়ার কথা বলেছিলেন বলে বিস্ফোরক দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল। পাশাপাশি তিনি এও জানিয়েছেন মুকুল রায়কে সরাসরি তিনি কোনও টাকা দেননি।

 'মুকুল রায়ের কাছাকাছি ছিলেন মির্জা'

'মুকুল রায়ের কাছাকাছি ছিলেন মির্জা'

ম্যাথু স্যামুয়েলের আরও দাবি টাকা দেওয়ার সময় মুকুল রায়ের ঘরের কাছাকাছি ছিলেন বর্তমানে সাসপেন্ডেড আইপিএস মির্জা। যেই সময়ের অভিযোগ, সেই সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা।

 শোভনের বিরুদ্ধে অভিযোগ

শোভনের বিরুদ্ধে অভিযোগ

বিমানবন্দের ম্যাথু স্যামুয়েল অভিযোগ করেন কলকাতা পুরসভায় বসে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন ম্যাথু স্যামুয়েল।

এর আগে প্রাক্তন নারদ কর্তা জানিয়েছিলেন সিবিআই যখনই তাঁকে তলব করেছে তখনই তিনি হাজিরা দিয়েছেন। অন্তত ২০ বার সিবিআই তাঁকে তলব করেছিল বলে জানিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল।
সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন সেই তিনি তদন্তকারীদের কাছে জমা দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি।

২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

English summary
Mathew Samuel says, he had given money to SMH Mirza on Mukul Roy's directions. Two days back CBI summons Mathew Samuel in Narada Case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X