For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, মহাষ্টমীর সন্ধ্যায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, মহাষ্টমর সন্ধ্যায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা

Google Oneindia Bengali News

সন্ধিপুজো এবার তাড়াতাড়ি। মহাষ্টমীর পুজো মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে সন্ধিপুজো। আর শহরের মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামতে শুরু করেছে। উত্তর থেকে দক্ষিণ শহরের নামি পুজোর মণ্ডপগুলিতে ভিড় করতে শুরু করেছেন তাঁরা। এদিকে আবহাওয়া দফতর অষ্টমীর বিকেলে বর্ষণের পূর্বাভাস দিয়েছে।। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

মহাষ্টমীতে জনজোয়ার

মহাষ্টমীতে জনজোয়ার

পুজোর বাকি আর ২দিন। অষ্টমী শেষের পথে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। সন্ধে নামতেই কেমন একটা অষ্টমীবিদায়ের সুর বাজতে শুরুকরবে। এবার যদিও সন্ধিপুজো আগেই হয়ে গিয়েছে। দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছিলে সন্ধিপুজো। বেলুড় মঠ থেকে শুরু করে শহরের সব বনেদি বাড়ির সন্ধিপুজো শেষ হয়ে গিেয়ছে বিকেলেই। কাজেই অষ্টমী শেষ হতে আর বেশি দেরি নয়। সকালে অষ্টমীর পুস্পাঞ্জলি সেরেই তাই সকলে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে।

মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়

মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়

দক্ষিণ থেকে উত্তর একের পর এক পুজো মণ্ডপ একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। শ্রীভূমিকে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণের সুরুচি। সকাল ১০টার পর থেকেই সুরুচিতে কেবল কালো মাথা দেখা যাচ্ছে। সুরুচির মণ্ডপ দেখেই একডালিয়া এভারগ্রিন হয়ে চেতলা অগ্রণী সর্বত্র মানুষের ঢল নেমেছে দুপুর থেকে। অন্যদিকে আবার শ্রীভূমি, কুমোরটুলি,আহেরিটোলা, কাশীবোসলেন,নলীন সরকার স্ট্রিট, শিকদার বাগান,হাতি বাগান সার্বজনীন মানুষের ঢল েনমেছে।

বৃষ্টির ভ্রুকুটি

বৃষ্টির ভ্রুকুটি

এদিকে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেিদনীপুরে ভারীব বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা শহরে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বর্ষণ হবে। সেকারণে সকাল থেকেই শহরের মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। মেঘলা আকাশ থাকলেও এখনও বর্ষণ শুরু হয়নি। শহরের কয়েকটি জায়গায় হালকা বর্ষণ হয়েছে। কিন্তু তাতে দমানো যায়নি দর্শণার্থীদের। বেহালার বরিশার প্লেয়ার্স কর্নারে পুজোমণ্ডপে সকাল থেকে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি হাজির হয়েছিলেন। পুস্পাঞ্জলি দিয়ে সন্ধিপুজোও দেখেন তাঁরা।

ফের শুরু সন্তোষ মিত্র স্কোয়ারের দর্শনার্থী প্রবেশ

ফের শুরু সন্তোষ মিত্র স্কোয়ারের দর্শনার্থী প্রবেশ

সন্দোষ মিত্র স্কোয়ারে ফের দর্শনার্থীরা প্রবেশ করতে শুরু করেছে। আজ ফের লাইট অ্যান্ড সাউন্ড। গতকাল লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের লেজার শো। তার পরে বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেছিলেন পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অষ্টমীর দিন সকাল থেকে ফের শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে।

প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল একাধিক পুজো মণ্ডপ! বেঁকে গেল বুর্জ খলিফাপ্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল একাধিক পুজো মণ্ডপ! বেঁকে গেল বুর্জ খলিফা

English summary
Massive Crowd at Kolkata Durga Puja Pandals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X