For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্বাভাবিক জীবনে ফিরতে চাই', বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বললেন 'নিখোঁজ' মানিক

তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের খোঁজ পাচ্ছে না সিবিআই। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু 'নিখোঁজ' মানিক বারবার ধরা পড়ছেন সংবাদমাধ্যমের ক্যামেরায়। শুধু তাই নয়, কথাও বলছেন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের খোঁজ পাচ্ছে না সিবিআই। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু 'নিখোঁজ' মানিক বারবার ধরা পড়ছেন সংবাদমাধ্যমের ক্যামেরায়। শুধু তাই নয়, কথাও বলছেন। তবে এতদিন তিনি ধরা পড়ছিলেন স্মার্টফোনে।

এবার একেবারে সশরীরে ধরা পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। যাদবপুরের সেন্ট্রাল রোডে বিধায়কের বাড়ি। সেই বাড়ির বারান্দাতে এসে স্পষ্ট বুঝিয়ে দিলেন কোথাও তিনি পালাননি।

হঠাত করে বাড়ির বারান্দায় 'নিখোঁজ' মানিক!

হঠাত করে বাড়ির বারান্দায় 'নিখোঁজ' মানিক!

হঠাত করে বাড়ির বারান্দায় 'নিখোঁজ' মানিক! সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করলেন সেই মুহূর্ত। শুধু তাই নয়, একবার নীচে আসার জন্যে ডাকাডাকি। কিন্তু নীচে না নামলেও কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। প্রশ্নের উত্তরে মানিক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা, তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও করবেন। তবে বিষয়টি বিচারাধীন বলে এই বিষয়ে বিশেষ কথা বলতে চান না বলে সাংবাদিকদের জানান মানিক। তবে তিনি যে পালাননি সেই বার্তা দিতেই বারান্দায় আসা তা বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, কোথাও যাননি। যাবতীয় সন্দেহ দূর করতেই বারান্দা থেকে কথা বলে সাংবাদিকদের জানিয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি।

স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে সমস্যা হচ্ছে

স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে সমস্যা হচ্ছে

কিন্তু সিবিআই যা করছে তাতে স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে সমস্যা হচ্ছে না বলে দাবি বিধায়কের। তাঁর দাবি, স্বাভাবিক ছন্দে ফিরতে চাই। বাজার করার রয়েছে, ওষুধ কেনার রয়েছে। কিন্তু কিছুই হচ্ছে না বলে দাবি মানিকের। বলে রাখা প্রয়োজন, সিবিআই লুক আউট নোটিশ জারি করার পরেই রহস্যজনক ভাবে বেরিয়ে আসেন মানিক। সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান, আমার যাদবপুরের ফ্ল্যাটেই আছি। কোথাও যাওয়ার প্রশ্ন নেই। কিন্তু এরপরেও নানা বিভ্রান্ত থেকে যায়। আর তা কাটাতেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বিদেশে পালয়ে যেতে পারেন মানিক

বিদেশে পালয়ে যেতে পারেন মানিক

বলে রকাখা প্রয়োজন, কত কয়েক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্জের খোঁজ নাকি পাচ্ছেন না সিইবিআই আধিকারিকরা। বারবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি বলে অভিযোগ। এমনকি বাড়িতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারীদের। আর এরপরেই বিধায়কের বিরুদ্ধে লুক আইট নোটিশ জারি করে সিবিআই। বিদেশে পালয়ে যেতে পারেন মানিক, সেই আশঙ্কাতে এহেন ব্যবস্থা নেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি হাইকোর্টেও এই মর্মে দ্বারস্থ হয় সিবিআই।

হয় ওনাকে ইডি চেনে না?

হয় ওনাকে ইডি চেনে না?

অন্যদিকে সিবিআই মানিক লুকোচুরি প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ইডি সিবিআই খুঁজে পায়না। মিডিয়ার হাতে বাড়িতে থাকার ভিডিও। জানা নেই কি রহস্য। হয় ওনাকে ইডি চেনে না। নাহলে অন্য কোনো গল্প আছে বলে দাবি বিজেপি নেতার।

English summary
Manik bhattacharya seen at his own flat aj jadavapur, after CBI claims he is missing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X