
পাল্টা চাপে ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মানিকের আইনজীবীর
ইডির বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ করলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। ইডির আধিকারীকরা তাঁর মক্কেলকে হেনস্থা করছে বলে অভিযোগ। এদিকে গতকাল মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্যের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা অভিযোগ করেছেন মানিক ভট্টাচার্যের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মৃত ব্যক্তির সঙ্গে।

ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
ইডির বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ আনলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। গতকাল ইডি হেফাজত থেকে সরিয়ে মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। তার বিরুদ্ধে বিপুল টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে তিনি চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ করেছেন তাঁর আইনজীবী।

নজরে মানিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে রয়েছে মানিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মৃত ব্যক্তিক সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রীর। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ করেছে ইডি। এমনকী মানিক-পুত্র সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ টাকার হদিশ পেয়েছে ইডি। । মানিক ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ পেেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মাথা পিছু ৫০০০ টাকা নেওয়ার অভিযোগ
মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে একের পর েক বিস্ফোরক তথ্য জানতে পেরেছে ইডি। ডিএলএড কলেজে অফ লাইনে ভর্তির নামে মাথা পিছু ৫০০০ টাকা করে নেওয়া হত। তাপস মণ্ডলের সব ডিএলএড কলেজেই এইভাবেই টাকা নিয়ে ভর্তি করা হত বলে অভিযোগ। আর সেই টাকা যেত সরাসরি মানিক ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনই গুরুতর অভিযোগ করেছে ইডি। ইতিমধ্যেই তাপস মণ্ডলের কাছ থেকে তাঁর ডিএলএড কলেজের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

তাপস মণ্ডলকে জেরা
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে দফায় দফায় জেরা করেছে ইডি। প্রথমে ইডি হাজিরা এড়াতে চেয়েছিলেন তাপস মণ্ডল। কিন্তু ইডি সেই অনুমতি দেয়নি তাপস মণ্ডলকে। শেষে নির্ধারিত দিনেই ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তাপস মণ্ডল। বেশ কয়েক ঘণ্টা জেরা করে ইডি তাপস মণ্ডলের কাছ থেকে একাধিক তথ্য পেয়েছিল। তাপস মণ্ডলের সঙ্গে মানিক ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়।