For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ক্যাবিনেটে একঝাঁক নতুন মুখ থাকার সম্ভাবনা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২০ মে : ১৯ মে-র ফলাফল তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাইলফলক হলেও ৮ তৃণমূল মন্ত্রীর অপ্রত্যাশিত হার কাঁটা হয়ে খচখচ করছে। আর সেই কারণেই মমতার দ্বিতীয় দফার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নানাবিধ জল্পনা শুরু হয়ে গিয়েছে।

পারফরম্যান্সকে প্রাধান্য দিয়ে ভোটের আগেই মমতা ইঙ্গিত দিয়েছিলেন তাঁর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সংখ্যালঘু মন্ত্রী হিসাবে যে তাঁর মন্ত্রিসভায় রেজ্জাক মোল্লা এবং সিদ্দিকুল্লা চৌধুরিও জায়গা পেতে পারেন সে আভাসও দিয়েছেন।[বিধানসভায় কোন দল কতো ভোট পেল জেনে নিন একনজরে]

মমতার ক্যাবিনেটে একঝাঁক নতুন মুখ থাকার সম্ভাবনা!

উত্তরবঙ্গে এবার আশাতীত ভাল ফল করেছে তৃণমূল। তাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বা কোচবিহারের কোনও নেতাও আসতে পারেন মমতার নয়া ক্যাবিনেটে। উত্তরবঙ্গের বেশ কিছু নেতার নাম ঘোরাফেরা করছে, এর মধ্যে কারা জায়গা পায় তা অবশ্যই চূড়ান্ত করবেন তৃণমূল নেত্রী নিজে।

ইতিমধ্যে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ সকালে কালীঘাটে বাড়িতে বৈঠকে বসেছিলেন মমতা। পার্টির একাংশ মনে করছে, ডোমজুর থেক সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ে খুশী তৃণমূল নেত্রী। ফলে তাঁর ক্যাবিনেটে থাকার সম্ভাবনাটা প্রবল। তবে নতুন মুখ হিসাবে বালির প্রার্থী বৈশালী ডালমিয়াকে ক্যাবিনেটে আনতে চান নেত্রী। অন্যদিকে করিমপুরের এই প্রথমবার তৃণমূলকে জেতানোয় ক্যাবিনেটে জায়গা পেতে পারেন মহুয়া মৈত্রও। [ উল্লেখযোগ্য প্রার্থীদের জয়ের তালিকা একনজরে ]

মন্ত্রিসভায় এবার নয়া মুখের ভিড় দেখা যেতে পারে। এই তালিকায় থাকতে পারেন উত্তর হাওড়ার প্রার্থী লক্ষ্মীরতন শুক্ল। বিজেপির হেভিওয়েট প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেসের হেভিওয়েট নেতা সন্তোষ পাঠককে হারিয়ে জিতেছেন লক্ষ্নী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় থাকা ইন্দ্রনীল সেনের নামও ঘোরাফেরা করছে। প্রথমবারেই জয় পাওয়ায় নতুনদের উৎসাহ বাড়াতে বেশ কয়েকজনের কাঁধে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন নেত্রী। [১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে]

তবে, যাদবপুরে মণীশ গুপ্ত ও দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য, এই দুই মন্ত্রীর হারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন তৃণমূল নেত্রী। অভিযোগ উঠছে দলের একাংশও ফাউল প্লে করাতেই এই ফল। তদন্তের আশ্বাস ইতিমধ্যে দিয়েছে হাইকমান্ড।

English summary
Mamata set to induct new faces in Cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X